- Home
- Entertainment
- Bengali Cinema
- ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ! যেন এক রূপকথার গল্প মনে করিয়ে দিল 'মি অ্যান্ড মোই'
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ! যেন এক রূপকথার গল্প মনে করিয়ে দিল 'মি অ্যান্ড মোই'
- FB
- TW
- Linkdin
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
শহরের বুকে হয়ে গেল এক অত্যাধুনিক ক্যালেন্ডার লঞ্চ। এ যেন এক অন্য রকম বাংলা ক্যালেন্ডার যার পাতায় পাতায় রয়েছে আবেগ।
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
৮ মে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। যাতে উপস্থিত ছিলেন একগুচ্ছা তারকারা।
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
বাংলা চলচিত্রের অসাধারণ কিছু চরিত্রের কথা মাথায় রেখে এই ক্যালেন্ডারটি তৈরি করেছে মি অ্যান্ড মোই।
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
পাশাপাশি ডেয়ার টু ড্রিম নামের একটি আন্তর্জাতিক গ্ল্যাম কুইন এবং আন্তর্জাতিক আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘোষণা করতেও এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডনের সংসদ ভবনের আইকনিক হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হবে ডেয়ার টু ড্রিম।
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা মুখোপাধ্যায়, মৌবনী সরকার, অর্কজ আচার্য, তন্নি লাহা রায়, ভাশ্বর চট্টোপাধ্যায় ছাড়াও আরও অনেকে।
ক্যালেন্ডারের পাতায় পাতায় বাঙালির আবেগ
ক্যালেন্ডারের পাতায় পাতায় ধরা পড়েছে রূপসা মুখোপাধ্যায়, মৌবনী সরকার, অর্কজ আচার্য, এনা সাহা, সুচন্দ্রা বানিয়া, সুমনা দাস, তন্নি লাহা রায়, দেবাশিস মণ্ডল, আলিভিয়া সরকার, সাহেব চট্টোপাধ্যায়, সৈকত দাস, ভাশ্বর চট্টোপাধ্যায়ের অসাধারণ লুক। এদিন প্রতিটি শিল্পীকে অসাধারণ উপহারেও ভরিয়ে দেয় মি অ্যান্ড মোই।