চার বন্ধুর জীবনের গল্প নিয়ে আসছে 'টেক কেয়ার ভালোবাসা'। ছবিতে বন্ধুত্ব এবং প্রেমের মিশেল এক অনন্য গল্প দেখা যাবে।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রেমের সংজ্ঞা? হারিয়ে যাচ্ছে কি মনের সকল অনুভূতি? মানুষ কি একটু বেশিই বাস্তববাদী হয়ে যাচ্ছেন? প্রতিযোগিতার দৌড়ে অংশ নিতে গিয়ে কি হারিয়ে যাচ্ছে বন্ধুত্বটাও? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‘take care ভালোবাসা’।

দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হল ছবির শ্যুটিং। শহরের বিভিন্ন স্থানে চলছে কাজ। চার বন্ধুর জীবনের এক অন্যরকম গল্প নিয়ে আসছে ছবিটি। বন্ধত্ব কীভাবে প্রেমে পরিণত হয়, তা নিয়ে এই ছবি। এমনই আন্দাজ করা যাচ্ছে মোশন পোস্টার থেকে। 

ছবিতে চার বন্ধুর ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কী রায়, সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার এবং শ্রীমা ভট্টাচার্য্যকে। ছবিতে শাক্যর ভূমিকায় দেখা দেবে সৌম্য, লহরীর ভূমিকায় দেখা যাবে শোলাঙ্কী রায়কে। ঈশানের ভূমিকায় রাহুল মজুমদার এবং সঞ্জনার ভূমিকায় থাকবে শ্রীমা ভট্টাচার্য্য।

এরই সঙ্গে এই চার জনের আরও এক গুরুত্বপূর্ণ বন্ধু জয়ের চরিত্রে দেখা যাবে সুশোভন সোনু রায়কে। এই ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ করতে চলেছে সুশোভন সোনু রায়। এর আগে আনন্দময়ী মা, মোহর, কোড়া পাখি, তিতলি, খেলাঘর ইত্যাদি টিভি সিরিয়ালে কাজ করেছে। এবার বড় পর্দায় পা রাখা। শাক্য, লহরী, ঈশান এবং সঞ্জনার বন্ধুত্ব আর প্রেমের যে লম্বা জার্নি তাতে গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে সুশোভন। এছাড়াও আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানা বসু ঠাকুর। টলিপাড়ার বহু পরিচিত মুখ সে।

টেক কেয়ার ভালোবাসা ছবিটি পরিচালনা করছেন সৌম্যজিৎ আদক। আর সঙ্গীতের দায়িত্বে আছেন নীলায়ন চ্যাটার্জী এবং ঈশান মিত্র। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। শহরের বিভিন্ন স্থানে চলছে কাজ।

চার কলেজ পড়ুয়ার গভীর বন্ধুত্ব আর তাঁদের ভালবাসা নিয়েই বোনা এই ছবির গল্প। এর আগে টলিউডে একাধিক বন্ধুত্বের গল্প প্রকাশ পেয়েছে। তেমনই প্রকাশ পেয়েছে প্রেমের গল্প। তবে এই ছবিতে প্রেম আর বন্ধুত্ব মিলে মিশে কতটা দর্শকদের মন কাড়তে পারে এখন সেটাই দেখার।