Poila Baisakh: 'আমার নববর্ষ মানে স্যান্ডো গেঞ্জি আর সকাল থেকে পেটপুরে খাওয়া, সঙ্গে হালখাতা'- পয়লা আড্ডায় বললেন ঋষভ বসু

পয়লা বৈশাখ মানেই সকাল থেকে ছুটি ছুটি ভাব। আর পেট পুরে খাওয়া। সকাল সকাল মা-এর নির্দেশে স্নান সেরে নতুন কিছু পরে নেওয়া। আসলে বাঙালির এই পয়লা বৈশাখে লুকিয়ে থাকে আবেগ ও ভালোবাসা-ভালালোগার কিছু মুহূর্ত। সারজীবন যা লেপ্টে থাকে শরীর ও মনের সঙ্গে।

Share this Video

খেতে ভালোবাসেন। কিন্তু বাংলা চলচ্চিত্রের উদীয়মান তারকা। ওটিটি প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে এখন যথেষ্টই ক্রেজ। দেখতে সুদর্শন। তার সঙ্গে ব্যবহারটাও চমৎকার। মানে যার টোটাল প্যাকেজকে ফিল্মি কায়দায় বলে ম্যানারিজম- এমনই সব গুণে টইটুম্বর ঋষভ বসুর সঙ্গে নিখাদ আড্ডা। পয়লা বৈশাখের এই আড্ডাস্থল ছিল গড়িয়াহাটের অদূরেই ত্রিকোণ পার্কের জোড়াসাঁকো রেস্তোরাঁ। যেখানে বাঙালি রসনার স্বাদ আস্বাদন করতে করতে ফেলে আসা দিন এবং বর্তমান দিনের বাংলা নববর্ষের কাহিনি শোনালেন ঋষভ।

Related Video