সংক্ষিপ্ত
বুক মাই শো-এর টিকিট বুকুং-এর নিরিখে 'বাঘা যতীন'কে পেছনে ফেলেছিল 'দশম অবতার'। সপ্তমীতে ছবিটা ঠিক কেমন? কী বলছে বক্স অফিস রিপোর্ট?
এবার পুজোয় বক্স অফিস জমজমাট। একদিকে 'দশম অবতার' অন্য দিকে দেবের 'বাঘা যতীন'। পুজোর শুরু থেকেই হাউস শহরের বেশিরভাগ সিনেমা হল। কিন্তু বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে কোন ছবি? ষষ্ঠীর দিন অন্য সব কিছুকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলেছিল সৃজীতের 'দশম অবতার'। বুক মাই শো-এর টিকিট বুকুং-এর নিরিখে 'বাঘা যতীন'কে পেছনে ফেলেছিল 'দশম অবতার'। সপ্তমীতে ছবিটা ঠিক কেমন? কী বলছে বক্স অফিস রিপোর্ট? সপ্তমীর দিন বিকেল সাড়ে চারটে পর্যন্ত ‘বুক মাই শো’-এর দেওয়া তথ্য অনুযায়ী সপ্তমীতেও এগিয়ে 'দশম অবতার'।
বুক মাই শো বলছে গত ২৪ ঘন্টায় টিকিট বুকিং-এর নিরিখে অনেকটাই এগিয়ে 'দশম অবতার'। গত ২৪ ঘন্টায় 'দশম অবতারের মোট টিকিট বুক হয়েছে ১৭.৭৪ হাজার। তবে এই সিনেমার ঘারের কাছে নিঃশ্বাস ছাড়ছে, বাঘাযতীন ও রক্তবীজ। বক্স অফিসে দশম অবতারের পরেই জায়গা করে নিয়েছে দেবের বাঘা যতীন। গত ২৪ ঘন্টায় বুক মাই শোতে বাঘা যতীনের টিকিট বুক হয়েছে ১১.৯ হাজার। দৌঁড়ে পিছিয়ে নেই রক্তবীজও। গত ২৪ ঘন্টায় শুধু বুক মাই শোতেই বুকিং হয়েছে ৯.১৪ হাজার।
অন্যদিকে পুজোর আর এক রিলিজ মিতিন মাসি। তবে মিতিন মাসির সেরম তথ্য পাওয়া যায়নি। মোটের উপর পুজোর আমেজ আরও কয়েকগুন বাড়িয়ে বক্স অফিস মাতাচ্ছে একের পর এক বাংলা ছবি। হাড্ডাহাড্ডি টক্করে চলছে সব কটিই। প্রতিটি সিনেমাই দূরন্ত কাস্ট ও প্লটে তৈরি। পুজোর আগে থেকেই এই সিনেমা নিয়ে উন্মাদনা ছিল চরমে। বিশেষত 'দশম অবতার'-এর ট্রেলার রিলিজের পর থেকেই দর্শকদের মধ্যেই উন্মাদনা ছিল দেখার মতো। প্রতিবছরই পুজোর সময় একটা করে বক্স অফিস হিট নিয়ে হাজির হন সৃজিত। এবারে দর্শকদের জন্য নতুন রহস্যের রাঙাতয় মুড়ে ঠিক কী উপহার এনেছেন তাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকেরা।