সংক্ষিপ্ত
শান্তিপল্লী পুজো উদ্বোধনে দেব এবং সৃজিত মুখোপাধ্যায়। দেবের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল। বলেন, একজন বিদেশিও জানে পুজোর সময় কি পড়া উচিত।
আরজি কর কাণ্ডের পর থেকে পুজো বয়কটের ডাক দিয়েছেন অনেকে। ন্যায় বিচার না পেলে পুজো হবে না বলে জানিয়েছিলেন বহু মানুষ। কিন্তু, সময়ের সঙ্গে হালকা হয়েছে প্রতিবাদের সুর। সে কারণে মহালয়া থেকে দেখা গিয়েছে জনজোয়ার। এবার উৎসবের আনন্দে গা ভাসিয়ে কটাক্ষের শিকার হলেন দেব।
গতকাল দেব এবং সৃজিত মুখোপাধ্যায় শান্তিপল্লী পুজো উদ্বোধনে গিয়ে টেক্কার প্রমোশন করলেন। কিন্তু, তারা একা নয় সঙ্গে ছিলেন জন্টি রোডস। শান্তিপল্লীর পুজো উদ্বোধনে গিয়ে, দেব শুধু টেক্কা প্রমোশন করলেন না, গানও গাইলেন। এই ছবি ভাইরাল হতেই শুরু হল সমালোচনা।
এদিন একদম ফরমাল পোশাকে দেখা যায় দেবকে। উল্টে জন্টি রোডস পরেছিলেন পঞ্জাবি। এই দেখে কেউ বলেন, একজন বিদেশিও জানে পুজোর সময় কি পড়া উচিত। আবার কেউ বলেন, পৃথিবীর বিখ্যাত অভিনেতা ফিল্ডার এবং বিখ্যাত পরিচালক সবাইকে তো একসঙ্গে দেখছি। কারও কথায়, ঘাটালহাসী করে যে এর মুখে পুরস্কার থুড়ে মারবে।
এদিকে পুজোয় আসছে দেবের টেক্কা। সৃজিত পরিচালিত এই ছবিতে আছেন স্বস্তিকাও। সদ্য এই টেক্কার মুক্তি নিয়ে বিতর্কে জড়ান স্বস্তিকা। তিনি উৎসবে ফিরবেন না, কিন্তু পুজোতে ছবি রিলিজ করছেন, এই নিয়ে অনেকেই গলা তুলেছিলেন। উত্তরে স্বস্তিকা বলেন, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তারা কি করছেন না? তেমনই সিনেমাটা আমাদের কাছে কাজ যেটা ওনাদের কাছে বিনোদন।