শুক্রবার রাত থেকে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়? হঠাৎ কী হল পরিচালকের? কিলবিল সোসাইটির শ্যুটিং হয়েছিল যে হাসপাতালে সেখানেই ভর্তি রয়েছে পরিচালক।
শুক্রবার রাত থেকে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ হাসপাতালে ভর্তি করতে হয় পরিচালককে। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত কারণেই হাসপাতালে ভর্তি তিনি। সেই সঙ্গে বুকে একটা হালকা ব্যথাও অনুভব করছিলেন পরিচালক।
এরপর তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আসবে টেস্টের রিপোর্ট। সেই মতো শুরু হবে চিকিৎসা। তবে রিপোর্ট স্বাভাবিক হলে অবশ্যেই ছেড়ে দেওয়া হবে পরিচালককে। তবে বর্তমানে বেশ অনেকটাই স্থিতিশীল রয়েছেন পরিচালক।
কিলবিল সোসাইটির শ্যুটিং হয়েছিল যে হাসপাতালে সেখানেই ভর্তি রয়েছে রিচালক বলে জানা গিয়েছে। শনি ও রবিবার সৃজিত মুখোপাধ্য়ায়ের হল ভিজিট করার কথাও ছিল। যদিও আপতত শনিবারের হল ভিজিট বাতিল করা হয়েছে। রবিবারও অবস্থা বুঝে ব্যবস্থা। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। তবে সৃজিতের অসুস্থতায় কপালে বেশ দুশ্চিন্তার ভাঁজ পড়েছে টলি পাড়ার অন্তরালে।


