কোথায় চলছে হাউজ পার্টি তো কোথায় পাব, বারে সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনে সকলেই মাতোয়ারা। টলি তারকারা নিজেদের মতো করে ক্রিসমাস সেলিব্রেশনে মত্ত।সকলেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বড়দিনের আমেজে মত্ত তারকা থেকে সাধারণ মানুষ। গোটা বিশ্বের মানুষ উদযাপন করছেন বড়দিন। ইতিমধ্যেই গতকাল থেকেই শুরু হয়ে গেছে ক্রিসমাস সেলিব্রেশন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ক্রিসমাস সেলিব্রেশনে। পারদও অনেকটাই নীচের দিকে নেমেছে। এককথায় বললে শীতের মরশুমে জমজমাট ক্রিসমাস। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা শহর। বর্ষশেষের এই উৎসবের জন্য মুখিয়ে থাকে ছোট থেকে বড় সকলেই। আর মাত্র কয়েকটা দিন তারপর নতুন বছরকে স্বাগত জানানোর পালা। গোটা সপ্তাহভর ধরেই চলবে এই উৎসব। তারপরেই পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আগমন। স্ক্রিসমাস সেলিব্রেশনে ব্যস্ত টলি তারকার।

কোথায় চলছে হাউজ পার্টি তো কোথায় পাব, বারে সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনে সকলেই মাতোয়ারা। টলি তারকারা নিজেদের মতো করে ক্রিসমাস সেলিব্রেশনে মত্ত। সকলেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাংসদ তারকা নুসরত জাহানও নিজের মতো করে ক্রিসমাস সেলিব্রেশন করেছেন। সাদা রঙের হট প্যান্ট ও ছাই রঙের সোয়েটার পরে বড় ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন নুসরত জাহান। নীল রঙের আলোয় সাজানো ক্রিসমাস ট্রির সামনে বসে পোষ্যকে নিয়ে পোজ দিয়েছেন নুসরত জাহান। যার ক্যাপশনে লেখা- মেরি ক্রিসমাস।

View post on Instagram

যাদবপুরের সাংসদ তারকা মিমি চক্রবর্তীও ক্রিসমাস সেলিব্রেশনে করেছেন নিজের মতো করে। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। লাল রঙের গাউন পরেছিলেন মিমি চক্রবর্তী। বিগ সাইজের ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন মিমি। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মিমি।

View post on Instagram

টলি নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। গাউন পরে গাড়িতে বসেই একাধিক হট পোজ দিয়েছেন নায়িকা। প্রতিটা ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

View post on Instagram

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও বড়দিনের আমেজে রয়েছেন। সান্তার টুপি পরে সান্তার সঙ্গেই কোমর দোলাতে দেখা গেছে প্রসেনজিৎকে চট্টোপাধ্যায়কে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা।

View post on Instagram

টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও নিজের মতো করে ক্রিসমাস সেলিব্রেশন করেছেন। একটি রেস্তোরার সামনে বড় সাইজের ক্রিসমাস ট্রি-র সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। কালো টপ, সাদা প্যান্ট পরে ভিক্টরি সাইন ধরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা।

View post on Instagram

ডেনিম জিন্স এবং লাল রঙের ফুলহাতা জাম পরে ক্রিসমাস সেলিব্রেশন মুডে রয়েছেন উষসী। সকলের মতো পার্কস্ট্রীটে গিয়েছিলেন টলি অভিনেত্রী। রেড হট লুকে ছবি শেয়ার করে সকলকে বড়দিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।

View post on Instagram

টলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন। চারিদিকে বরফে সাদা হয়ে রয়েছে। কালো রঙের প্যান্ট,লাল টপ, কালো রঙের ব্লেজার পরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা।

View post on Instagram

বড়দিনের ছুটি কাটাতে অনেকেই বাইরে ঘুরতে যান। সেরকমই ক্রিসমাস সেলিব্রেশনে বিদেশে ছুটি কাটাতে গেছেন গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ। লন্ডনের কভেন্ট গার্ডেনে ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন তারকা যুগল। 

View post on Instagram

সকলকে শুভেচ্ছা জানিয়েছেন টলি তারকারা।এভাবেই সকলে ক্রিসমাস সেলিব্রেশন করেছেন।