সংক্ষিপ্ত
সিরিজ়টি পরিচালনা করছেন ‘ডাকঘর’ সিরিজ়ের পরিচালক অভ্রজিৎ সেন। সেটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ইশা সাহা এবং স্বস্তিকা দত্তকে।
'প্রজাপতি বিস্কুট' দিয়ে বাংলা ছবিতে অভিনয় করা শুরু, অভিনেত্রী ইশা সাহা ২০১৭ সালের পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জয় করে নিয়েছেন একের পর এক সিনেমা এবং সিরিজ়ে অভিনয় করার সুযোগ। ইতিমধ্যেই শুটিং চলছে তাঁর পরবর্তী রহস্যময় বাংলা সিরিজ ‘হ্যালো! রিমেমবার মি’-এর। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ইশার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ চক্রবর্তী, পায়েল সরকার এবং লাবণী সরকারকে। তার পাশাপাশি এবার ইশা আরও একটি সিরিজে অভিনয় করতে চলেছেন।
আরেকদিকে, বাংলা চলচ্চিত্র এবং বাংলা সিরিয়াল, উভয় জগতেই যথেষ্ট হাত পাকিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমা দিয়ে তাঁর টলি জগতে পথ চলা শুরু, তারপর থেকে ‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’, ‘কী করে বলব তোমায়’, ইত্যাদি সিরিয়ালে তাঁর অভিনয় যথেষ্ট সমাদৃত হয়েছে দর্শক মহলে। তিনিও ইশা সাহার সাথে একই বাংলা সিরিজ়ে অভিনয় করতে চলেছেন বলে শোনা গেছে।
টলি পাড়ার খবর অনুযায়ী, হইচই-এর পক্ষ থেকে একটি নতুন সিরিজ়ের কাজ শুরু হয়েছে। সেই সিরিজ়টি পরিচালনা করছেন ‘ডাকঘর’ সিরিজ়ের পরিচালক অভ্রজিৎ সেন। সেটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ইশা সাহা এবং স্বস্তিকা দত্তকে। আনুষ্ঠানিক ভাবে প্রযোজনা সংস্থার তরফ থেকে নতুন সিরিজ়ের কথা এখনও ঘোষণা করা হয়নি। প্রথমে শোনা গেছিল যে, নতুন সিরিজ়ে একেবারে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে। পরে অবশ্য সেই পরিকল্পনা বদলে যায়। সূত্রের খবর, অভিনেত্রী ইশা সাহা-ই নতুন সিরিজ়ের প্রধান চরিত্র হিসেবে অভিনয় করবেন। তবে, স্বস্তিকা দত্তর গুরুত্ব কম থাকছে না একেবারেই। তিনিও একেবারে সমানে সমানে টক্কর দিতে চলেছেন প্রধান অভিনেত্রীকে। অর্থাৎ তাঁর চরিত্রটিও সমান গুরত্ব পাবে কাহিনীর প্লট অনুযায়ী।
নতুন বাংলা সিরিজ়ে ইশা সাহার বিপরীতে কোন অভিনেতাকে নায়ক হিসেবে মনোনীত করা হয়েছে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে, এই ছবিতে বেশ অনেকগুলো চমক থাকবে বলে জানা গেছে। মানুষের সম্পর্কের অন্দরের জটিলতা নিয়ে বেড়ে ওঠা কাহিনীর নাম ‘সম্পর্ক’ হবে বলেই শোনা যাচ্ছে। তবে, টলি পাড়ার গুঞ্জন বাদ দিলে এই সিরিজ সম্পর্কে অফিশিয়াল ঘোষণা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি।
আরও পড়ুন-
Bengali Movie: শিকড়ে ফিরছেন শর্মিলা, বাংলা ছবিতে রিঙ্কু ঠাকুরকে ফিরিয়ে নিয়ে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এই অভিনেতা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তিনি কি বাঙালি হয়ে উঠতে পারবেন?
স্বপ্নে গোপাল ঠাকুরের দর্শন পেলে কী হয়? জন্মাষ্টমীর আগে জেনে নিন গূঢ় রহস্য