বলিউডে খুশির খবর, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! বৃহস্পতিবার দিনভর তোলপাড় ছিল টিনসেল টাউন, ভিকি ঘরনি নাকি দু-মাসের প্রেগন্যান্ট বলে দাবি করা হচ্ছে। ক্যাটের মা হওয়ার জল্পনায় মুখ খুলেছেন ভিকির মুখপাত্র, প্রথমসারির সংবাদমাধ্যমকে ভিকির মুখপাত্র জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন, তার কথায় একদমই মিথ্যা এই খবর, যার কোনও সত্যতা নেই, এগুলো পুরোপুরি গুজব।