'টাপা টিনি'-র তালে নেচে মুহূর্তের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছেন মনামী ঘোষ। 'বেলাশুরু'-র সেই গানের তালে রিল ভিডিওতে কোমর দোলায় এমন মানুষের সংখ্যা যেন হাতে গোনা। মনামী যে অভিনয়ের পাশাপাশি নাচটাও ভাল করেন, তা সকলেরই জানা। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ভক্তদের পাগল করে দিলেন মনামী ঘোষ। কালো চোখের চাহনিতে শিহরণ জাগালেন মনামী ঘোষ।