মাত্র ৫৭ বছর বয়সে অভিষেকের চলে যাওয়াটা (Actor Abhishek Chatterjee Passes Away) বিনোদন জগতের জন্য বড় ক্ষতি। অভিনেতার আকস্মিক মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রথমসারির সংবাদমাধ্যমকে গভীর শোকপ্রকাশ করে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) জানিয়েছেন, একের পর এক মৃত্যু দেখছি আর প্রতিক্রিয়া দিয়েই চলেছি। এ যেন থামছেই না। তবে আজ সকালে অভিষেকের খবরটা শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি, আমি আজ কোনও প্রতিক্রিয়া দিতে পারব না। ওর বিয়েতে আমি ছিলাম বরকর্তা। ওই দিনটার কথা আজ ভীষণ ভাবে মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই সারাজীবন রেখে দিতে চাই। এর থেকে আমি আর কোনও শব্দই ব্যবহার করতে পারব না।