বাহুবলি খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবং এবং দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর সাতসকালেই উপস্থিত হয়েছেন হাওড়া ব্রিজে। একপ্রকার সকলের অলক্ষ্যেই যেন একপাল দেহরক্ষী নিয়ে আচমকা ফেয়ারলি প্লেসের ছোটে লাল ঘাটে উপস্থিত হয়েছেন গোটা টিম (Movie Promotion)। হাওড়া ব্রিজের নিচে , কাটফাটা রোদের মধ্যে 'ট্রিপল আর' (RRR) লেখা টি-শার্ট পরেই ধরা দিলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) এবং এবং দুই অভিনেতা রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআর (Junior NTR)। ডার্ক ধূসর রঙের শার্ট, মাথার চুল ও কাঁচা পাকা দাঁড়িতে হিরোর চাইতে কম নয় রাজামৌলি। তার একপাশে দাঁড়িয়ে টকটকে লাল টি-শার্টে জুনিয়র এনটিআর। আর অন্যপাশে কালো রঙের শার্ট, চোখে সানগ্লাস পরে দেখা গিয়েছে রাম চরণকে। তিন তারকা যেন একফ্রেমে। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাওড়া ব্রিজে তখন উপচে পড়ছে ভিড়। অসংখ্য ভক্তকূল গঙ্গার পাড়ে দাঁড়িয়ে 'আর আর আর' পোস্টার নিয়ে উল্লাসে মত্ত।