সংক্ষিপ্ত
ধর্মেশ পারমার- মুম্বইয়ের বহুভাষিক হিপ-হপ গ্রুপ স্বদেশী-র সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুম্বাইয়ের একজন গুজরাটি ব়্যাপার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
মাত্র ২৪ বছরেরই শেষ হয়ে গেল বর্ণময় জীবন। ব়্যাপার এমসি টড ফোড (MC Tod Fod) নামেই পরিচিত ছিলেন ছিলেন তিনি। ২১ মার্চ মাত্র ২৪ বছর বয়সে তিনি মারা যান। রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদীর 'গল্লি বয়' (Gully Boy) ছবির জন্য় ' ইন্ডিয়া ৯১' গানটি গেয়েছিলেন। যা গুজরাটি এই ব়্যাপ শিল্পিকে গোটা দেশেই জনপ্রিয়তা দিয়েছিল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক জোয়া আখতার। তিনি বলেছেন 'বড় অকালেই চলে গেছেন আপনি। আপনি শান্তিতে বিশ্রাম নিন।' এমসি টড ফোডের আসল নাম ধর্মেশ পারমার।
ধর্মেশ পারমার- মুম্বইয়ের বহুভাষিক হিপ-হপ গ্রুপ স্বদেশী-র সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুম্বাইয়ের একজন গুজরাটি ব়্যাপার হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। গল্লি বয়- তাঁকে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা দেয়।
এমসি টড ফোড একজন ইউটিউবার ছিলেন। জোয়া আখতারের পরিচালিত 'গল্লি বয়' ছবির জন্য় ' ইন্ডিয়া ৯১' গানটি গেয়ে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ছবিতে ছিলেন রণবীর সিং। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রণবীর সিং ও সিদ্ধার্থ চতুর্বেদী। সিদ্ধার্থ চতুর্বেদী ধর্মেশ পারমারকে ভাই বলে সম্বোধন করে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এছাড়াও প্যান্ডেমিকসহ বেশ কয়েকটি গাওয়ার গানও হিট করেছিল। যা শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছিল। ট্রুথ অ্যান্ড বাস ছিল তাঁর শেষ গাওয়া গান। যেটি ৪ মার্চ মুক্তি পেয়েছিল। স্বদেশী গ্রুপের হয়েও বেশ কিছু গান গেয়েছিলেন তিনিয যার মধ্যে জনপ্রিয় হল- দ্যা ওয়ারলি, রিভোল্ট, সাউ টাক্কা সাচ, চেতবন্নি, মহামারিস কালিযুগ, সালাম।
তবে কী কারণে এমি টড ফোডের মৃত্যু হয়েছে - তা এখনও জানা যায়নি। সূত্রের খবর পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের একটি অংশ মনে করছে না শিল্পির স্বাবাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে পূর্ণ তদন্ত হবে বলেও সূত্রের খবর। পুলিশ সবদিকই খতিয়ে দেখছে। তবে এমসি টোড ফোডের মৃত্যুতে গলিবয়ের কলাকুশলীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মহিলাদের অস্বস্তি ঢেকে দিচ্ছে ফুল আর প্রজাপতি, যাদু তুলি হাতে নিয়েছেন ব্রাজিলের ট্যাটু শিল্পি
পোশাক ইস্যুতে জেলেনস্কিকে সমর্থন মীরা রাজপুতের, কী বললেন শাহিদ কাপুরের স্ত্রী
লক্ষ্ণী-গণেশের মূর্তির সামনে মাটির প্রদীপ রাখলে কেটবে আর্থিক সংকট, ধনী হওয়ার পাঁচটি উপায় রইল