এবার ট্রোল্ড হলেন জি বাংলার জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠল তাঁর জানার পরিধি নিয়ে। কিছুদিন আগেই তার কুকারি শো এর এক এপিসোড টেলিকাস্ট হয়। তখন চলছিল বোনেদি বাড়ির রান্নার স্পেশাল পর্ব। যাতে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার জনক হীরালাল সেনের বাড়ির সদস্য। পর্বের শুরুতেই তিনি নিজের পরিচয় দিয়ে বলেন 'আমি হিরালাল সেনের বাড়ির সদস্য , ওনাকে নিয়ে কিছুদিন আগেই একটা ছবি মুক্তি পেয়েছে'। আর এর উত্তরে সুদীপা চট্টোপাধ্যায় বলে 'ওঠেন ওমা তাই নাকি সেই সিনেমার নাম কি?'