মঙ্গলবার শিশিরমঞ্চে প্রকাশিত হল উৎসবের সিনেমার সূচি। এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, কিংবদন্তি পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং বিখ্যাত বিদেশি পরিচালক মিকলোস জ্যাসোঁ। কলকাতা চলচ্চিত্র উৎসবের (27th Kolkata International Film Festival) সূচি প্রকাশ করে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান, শতবর্ষে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তার চারটি ছবি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। এবার চলচ্চিত্র উৎসব বিশেষ সম্মান জানাবে সদ্য প্রয়াত বিনোদন জগতের কিংবদন্তীদের। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তপ উত্তরা, আজিব কিসসা, দেখানো হবে। এছাড়াও সদ্য প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকেও শ্রদ্ধা জানানো হবে।