ইশক উইথ নুসরত-এর নয়া প্রোমোতে দেখা যাচ্ছে, মাই অনলি চয়েজ যশের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিলেন নুসরত জাহান। নয়া প্রোমাতে দেখা যাচ্ছে, নুসরত শুরুতেই জিজ্ঞাসা করেন জীবনটা কেমন কাটছে?, কেমন সময় কাটছে? নুসরতের প্রশ্ন শুনেই হাসি মুখে যশ বলেন, খুব বেশি কিছু না আমি একটি সাকার্স কোম্পানি খুলেছি। সেখানে আমার বাঁদররা রয়েছে। আমি তাদের দেখাশোনা করছি। আপাতত এটাই আমার কাজ।