সোমবার রাতেই বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা দেব। তবে কি এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউড জুটি। মুহূর্তে জল্পনা উষ্কে দিল দেবের পোস্ট। রুক্মিনীকেই বিয়ে করতে চলেছেন দেব! একাধিক প্রশ্ন এখন নেট পাড়ায়।
ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, সোম থেকে মঙ্গল, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।