টলিপাড়ার বিয়ের তালিকাটা বেশ দীর্ঘ। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা গোটা টলি ইন্ডাস্ট্রি। টলিমহলের অন্দরে কান পাতলেই একাধিক বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। গতবছরও একাধিক বিয়ের সাক্ষী ছিল টলি ইন্ডাস্ট্রি। আগের বছরের মতো নতুন বছরেও বিয়ের জল্পনাতে তোলপাড় হয়েছে টলিমহল। আগের বছর বিয়ের তালিকাতে অভিনেত্রীরাই ছিলেন বেশি। কিন্তু এই বছরের চিত্রটা পুরো উল্টো। নায়ক, নায়িকা পরিচালক- কে নেই সেই তালিকায়। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসতে চলেছে খুব শীঘ্রই। একঝলকে দেখে নিন দীর্ঘ তালিকাটি।