হাতে আর মাত্র এক মাস! সন্তানের জন্য কী কী কিনতে হবে, তার তালিকা তৈরি করছেন মা-বাবা পিয়া ও পরমব্রত

এবছরই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের দেড় বছরের মধ্যেই মা-বাবা হতে চলেছেন পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি সমাজ মাধ্যমে ভালোবাসা দিবস উজ্জাপনে দেরি হয়েছে এবং নিজের পোষ্যের সাথে আলাপ করানোর সাথে তাদের সংসারে নতুন সদদ্যের আগমনের কথা জানিয়েছে অনুরাগীদের। দুজনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু টলি তারকা থেকে নেটিজেনরাও।

যৌথ পোস্টে হবু বাবা-মা লিখছেন, "ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল… প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা এই নিয়ে ব্যস্ত ছিলাম : প্রথম আমরা নিজেরা, দ্বিতীয় আমাদের বড় সন্তান নিনা, তৃতীয় গত বছর আমাদের কাছে আসা বাঘা, চতুর্থ আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে। নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।"

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ও অভিনীত ছবি 'এই রাত তোমার আমার'। এখনও চুটিয়ে চলছে ছবির প্রচার, এমনকি ছবি রিলিজের দিন উপস্থিত ছিলেন স্ত্রী পিয়াও। ব্যস্ততার মাঝেও আগলে রাখছেন হবু মা পিয়াকে। সুখী দম্পতির সাথে খুশি আত্মীয় স্বজনেরাও, জমিয়ে চলছে সাধভক্ষন পর্ব। দুই পরিবার থেকেই গুছিয়ে সাধ খাওয়ানো হয়েছে হবু মা কে। এমনকি সাধ খাওয়ানো থেকে ব্যাড যায়নি বন্ধুবান্ধবরাও। সবার প্রথম মা'ই সাধ খাইয়েছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা পিয়াকে। তবে এবার সাধ খাওয়ানোর পর্ব শেষ। ডাক্তারের দিন গুণতি অনুযায়ী পরের মাসেই আসতে চলেছে নতুন সদস্য, আর মাত্র ১ মাসের অপেক্ষা।

প্রযোজক-পরিচালক-অভিনেতা বাবা এবং পরিচালক ঋত্বিক ঘটকের বংশধর মা এর পরিবার আগাগোড়াই ভীষণ সংস্কৃতিক, তবে সন্তান কোন দিকে যাবে বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন বা কতটা চিন্তিত হবু মা - বাবা জিজ্ঞাসা করলে পিয়া বলেন, “সন্তান সুস্থ ভাবে জন্মাক। আমাদের মতো সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠুক— আপাতত এটাই মন থেকে চাইছি। বড় হয়ে কী হবে, এখনই ভেবে কী করব?”

সারাংশ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অনুরাগীদের জন্য খুশির খবর, বাবা-মা হতে চলেছেন পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। পরিবার ও বন্ধুদের মাঝেই ঘটা করে চলছে স্বাধ খাবার পর্ব।