সংক্ষিপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হুডখোলা জিপে জঙ্গল সাফারি করছেন রাহুল-প্রিয়ঙ্কা-সহজ। নেটিজেনদের অনেকেই আবার ছবি দেখে প্রশ্ন তুলেছেন তবে কি সবকিছু ঠিক হয়ে গেল প্রিয়ঙ্কা ও রাহুলের।

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিছু করেই হোক বা না করেই হোক সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়ঙ্কা সরকার। চিরদিনই তুমি যে আমার ছবি দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়ঙ্কা সরকার। এই ছবি থেকেই প্রেমের সূত্রপাত। তারপর বিয়ে, তবে সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের বছরকয়েক যেতে না যেতেই আলাদা থাকতে শুরু করেন রাহুল। তবে ছেলে সহজের জন্য প্রায়শই কাছাকাছি আসেন রাহুল ও প্রিয়ঙ্কা। বিশেষত রাহুলের সঙ্গে আলাদা থাকার পর যেন প্রিয়ঙ্কার খুটিনাটি জানতে বেশি আগ্রহী দর্শকরা। তবে আইনি বিচ্ছেদ এখনও হয়নি, তবে বহুবছর ধরেই একে-অপরের থেকে আলাদা থাকেন।

রাহুল-প্রিয়ঙ্কা জুটি একসময় দর্শকদের মনে জায়গা করে নিলেও বিয়ের কিছুদিনের মধ্যে তারা আলাদা হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হুডখোলা জিপে জঙ্গল সাফারি করছেন রাহুল-প্রিয়ঙ্কা-সহজ। সকলের চোখেই রয়েছে রোদচশমা। তিনজনের মিষ্টি ফ্রেমের ছবি শেয়ার করে রাহুল লিখেছেম, হুডখোলা ভালবাসারা। এই ছবি ভাইরাল হতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের অনেকেই আবার ছবি দেখে প্রশ্ন তুলেছেন তবে কি সবকিছু ঠিক হয়ে গেল প্রিয়ঙ্কা ও রাহুলের।

 

View post on Instagram
 

 

বিগত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, সমস্ত তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন রাহুল ও প্রিয়ঙ্কা। তবে কি ছেলে সহজের জন্যই সবকিছু ঠিক হয়ে গেল রাহুল ও প্রিয়ঙ্কা। তবে অনুরাগীরা সকলেই চাইছেন মান অভিমান মিটিয়ে ফের একসঙ্গে থাকুক রাহুল-প্রিয়ঙ্কা। নেটিজেনরা ছাড়াও অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার সহ অনেক তারকারাই ভালবাসা জানিয়েছেন। নিজের ছকভাঙা অভিনয়, এবং স্টাইল স্টেটমেন্ট-এ তিনি ইতিমধ্যেই নিজের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। নিজের উষ্ণ আবেদনপূর্ণ একের পর এক ছবি দিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের বাইরেও সমস্ত কিছু ভুলে ছেলে সহজকে নিয়ে দিব্যি খোশমেজাজে আছেন অভিনেত্রী। টলিপাড়ার সুপারহট সেক্সি অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের হট ফোটোশ্যুটে পাগল আট থেকে অষ্টাদশী। অভিনেত্রীর হট অবতারেই মুগ্ধ নেটিজেনরা। ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই তথাগত ঘোষ এবং প্রিয়ঙ্কাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও প্রিয়াঙ্কা সাফ জানিয়েছিলেন, তারা ভাল বন্ধু ছাড়া আর কিছু নন । যদি গুঞ্জনের কিছুদিনের পরই তাদের বিচ্ছেদের খবরও শোনা যায়। অন্যদিকে রাহুলেরও নাম জড়িয়েছে অভিনেত্রী রুকমার সঙ্গে। জন্মদিনে সকলের সামনেই জড়িয়ে ধরে চুমুতে আদরে ভরিয়ে দিয়েছেন রাহুল। সেই ছবি নিয়েই প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। রাহুলের সঙ্গে নিজের নাম জড়াতেই রুকমা প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেছেন, আমার আর রাহুল দার নির্ভেজাল বন্ধুত্ব রয়েছে। জি বাংলার দেশের মাটি ধারাবাহিকের রাজা ও মাম্পিকে নিয়ে এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে।। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এবং অভিনেত্রী রুকমা রায়। যারা এখনও রাম্পি নামেই পরিচিত দর্শকমহলে। দেশের মাটি ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে রাজা-মাম্পি জুটি। তাদের নিয়ে জল্পনা চলেই আসছে। অন্যদিকে টলি অভিনেত্রী সন্দীপ্তার সঙ্গেও একসময়ে নাম জড়িয়েছিল রাহুলের। যদি দুজনেই একে অপরকে ভাল বন্ধু বলে দাবি করেন। তবে বর্তমানে রাহুল ও প্রিয়ঙ্কা কেমিস্ট্রি যেন ফের জোড়া লাগে, সেই কামনায় করছেন অনুরাগীরা।