- Home
- Entertainment
- Bengali Cinema
- সত্যজিৎ রায়ের জন্মদিনে রইল তাঁর সম্পর্কে কয়টি অজানা কথা, দেখে নিন এক ঝলকে
সত্যজিৎ রায়ের জন্মদিনে রইল তাঁর সম্পর্কে কয়টি অজানা কথা, দেখে নিন এক ঝলকে
Satyajit Ray Birthday: সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে তাঁর অজানা কিছু তথ্য। সিনেমার পাশাপাশি প্রচ্ছদশিল্পী, ফন্ট ডিজাইনার, এমনকি টিজারের প্রচলনকারী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

আজ সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। তাঁর ছবি বাঙালির কাছে আবেগ। পথের পাঁচালি থেকে অপুর সংসার- একাধিক ছবি উপহার দিয়েছেন তিনি। আজ তাঁর জন্মবার্ষিকীতে রইল তাঁর সম্পর্কে কয়টি অজানা কথা।
সত্যজিৎ রায় সিনেমায় আসার আগে কলকাতার সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন। সেখানে দুটি অসাধারণ প্রচ্ছদ ডিজাইন করেছিলেন।
চারটি রোমান ফন্ট ডিজাইন করেছিলেন সত্যজিৎ রায়। ভারতীয় মোটিফ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলোর নাম রে রোমান, রে বিজার, ড্যাফনিস ও হলিডে স্ক্রিপ্ট।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে অবলম্বনে সিনেমা বানানোর জন্য চিত্রনাট্য প্রস্তুত করেছিলেন সত্যজিৎ। তবে ছবি শেষ পর্যন্ত তৈরি হয়নি।
ভারতীয় সিনেমায় টিজারের প্রচলন করেছিলেন সত্যজিৎ রায়। পথের পাঁচালি মুক্তির আগে এই টিজারের দ্বারা প্রচলন করেছিলেন।
১৯৬৪ সালে চারুলতা পরিচালনা করেন। বলেছিলেন, কখনও এই সিনেমা দ্বিতীয়বার বানাতে হলে এই একইভাবে বানাব।
পত্রিকা ‘সন্দেশ’ সম্পাদানা শুরু করেছিল। কিন্তু, তাঁর বাবার মৃত্যুর পর তা বন্ধ হয়ে যায়।
সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা কাঞ্চনজঙ্ঘা। নিজের লেখা গল্প থেকেই ছবির চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি। এটি মুক্তি পা ১৯৬২ সালে।
১৯৮৭ সালে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি তথ্যচিত্র তৈরি করেন। তথ্যচিত্রটি ছিল সত্যজিতের বাবা অর্থাৎ সুকুমার রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে।
তিনি নিজের ছবির সংগীত পরিচালনা করেছিলেন তিনি নিজেই।

