টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার হলিউডে পা রাখতে চলেছেন। তিনি আর্থার কোনান ডয়েলের ওপর একটি ইংরেজি ছবি পরিচালনা করবেন, যার নাম 'এলিমেন্টারি মাই ডিয়ার হোমস'।
টলিউড থেকে বলিউডে পা রাখতে দেখেছি অনেক অভিনেতা পরিচালককে। আর এবার সোজা হলিউডে পা রাখতে চলেছেন বাংলার পরিচালক। সদ্য প্রকাশ্যে এল এমনই তথ্য। ইংরেজি ছবির পরিচালক এবং সব প্রযোজনা করবেন সৃজিত মুখোপাধ্যায়। এবার তিনি বানাতে চলেছেন আর্থার কোনান ডয়েলের ওপর। ছবির নাম এলিমেন্টারি মাই ডিয়ার হোমস। যৌথ প্রযোজনায় সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড। সদ্য ঘোষণা হল সৃজিতের নতুন ছবি। এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স -র সদস্য মণিকা চাড্ডা, বিএফআই-র আন্তর্জাতিক প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, বিএফআই আর্কাইড প্রধান আরিকে ওকে, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন এবং বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার কিয়ান।
লন্ডনের গিল্ড হল থেকে সৃজিত জানিয়েছেন, শার্লক হোমসের কাছে তাঁকে পৌঁছে দিয়েছেন যে সাহিত্যিক, তাঁকে নিয়ে গল্প বলার তাগিদ অনুভব করছেন। এই ছবিতে কোনও ডয়েল নিজের সৃষ্টি করা রহস্য দুনিয়ার পর্দা ওঠাবেন নিজেই। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা দিয়ে। খুনের মিথ্যা অভিযোগে গ্রেফতার হবেন অস্কার স্লেটার। এরকমই এক রহস্যে ভরা গল্প ছবির পর্দায় উপস্থাপন করতে চলেছেন পরিচালক।
প্রসঙ্গত, শার্লক হোমসকে নিয়ে তাঁর প্রথম কাজ শেখর হোমস আগেই মুক্তি পেয়েছিল জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে। এই হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন কে কে মেনন এবং রণবীর শোরে। যদিও পরে সৃজিত সরে আসায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।
সে যাই হোক, এবার একেবার হলিউড ছবি পরিচালনা করবেন সৃজিত। ইংরেজি ছবির দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার সৃজিত নিজেই একথা জানান। তবে, এই ছবিতে কে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। শীঘ্রই শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ। এমনই মনে করছেন সকলে। তবে, এবার সৃজিত যে তাঁর ভক্তদের বিরাট চমক দিলেন তা বলার অপেক্ষা রাখে না।


