সংক্ষিপ্ত

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সিলভার রঙের লং গাউন পরে ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী, রাজ ঘরনির হট অবতার দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। কাজল-কালো চোখের চাহনিতে ফিদা হয়েছেন ভক্তরা।

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন। একের পর এক ছক ভেঙে নজির গড়ছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র কয়েকদিন পরই নতুন রূপে ইন্দুবালা-র অবতারে ধরা দেবেন শুভশ্রী। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। শরীরের বাড়তি ওজন নিয়ে ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী। তবে ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন শুভশ্রী। তিনি যে এক সন্তানের মা তা চেহারা দেখে বোঝা দায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সিলভার রঙের লং গাউন পরে ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী, রাজ ঘরনির হট অবতার দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। কাজল-কালো চোখের চাহনিতে ফিদা হয়েছেন ভক্তরা। কখনও শাড়ি কিংবা কখনও ওয়েস্টার্ন, সব পোশাকেই একদম পারফেক্ট শুভশ্রী। হট ফ্যাশনে ভক্তদের তাক লাগালেন শুভশ্রী। অভিনেত্রীর কিলার লুকে সকলেই পাগল হয়েছেন। প্রতিটি ছবিতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

View post on Instagram
 

 

ছিপছিপ চেহারা, মাখনের মতো ত্বকে ঝরে পড়ছে উষ্ণতা। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ভিডিও পোস্ট হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মুহূর্তে শুভশ্রীকে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে। একই সঙ্গে হাতে রয়েছে একাধিক ছবির কাজ। ইন্দুবালা হয়ে পর্দায় ফিরছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সী বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। প্রথম লুকে যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল দিয়েই ওয়েব সিরিজে পা রাখছেন শুভশ্রী। ইতিমধ্যেই ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজটি দেখার জন্য।দেবালয় ভট্টাচার্যর সঙ্গে কাজ নিয়ে শুভশ্রী বলেন, শুটিং স্পটে দাঁড়িয়ে একদিনে গোটা চিত্রনাট্য লেখা কাগজটাই ছিঁড়ে ফেলে দিয়ে আবার ওই ফ্লোরেই নতুন করে চিত্রনাট্য লিখে শুটিং শুরু হয়েছে। তবে পরিচালক আমার কাজের প্রশংসা করেছে। ফ্লোর ছেড়ে খুব একটা বেরোতাম না। শুটিংয়ের ফাঁকে কাজটা দেখতাম মন দিয়ে।ইন্দুবালার শুটিং শেষ হলেও চরিত্র ছেড়ে বেরানোটা কঠিন ছিল। আসলে আমি থেকে বেরোলেই ইন্দুবালা হয়ে যেতাম। ইন্দুবালার অনেকটাই নিজের জীবনে বয়ে নিয়ে আসতাম বাড়িতে। তবে আমার সঙ্গে সারাজীবন রয়ে যাবে ইন্দুবালা। মাত্র ৩৫ বছর বয়সে ৭৫ বছরের চরিত্রটা ফুটিয়ে তুলতে অনেকটা পরিণত হয়েছে।ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। শরীরের বাড়তি ওজন নিয়ে ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী। তবে ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন শুভশ্রী। তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী।