সংক্ষিপ্ত
সদ্য নিজের মাইক্রোওয়েভ নিয়ে মন খারাপ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। নিশ্চয়ই ভাবছেন একটি গ্যাজেট নিয়ে কেন এত মন খারাপ? আসলে এটি তাঁর মা যত্ন করে নিয়ে এনেছিলেন। তাঁর মেয়ের থেকেও বেশি বয়স এই মাইক্রোওভেনের। দীর্ঘদিন তাঁদের কাজে লেগেছে এই যন্ত্রটি। তাই তো শেষ কিছু মাস যখন এটি খারাপ হয়ে গিয়েছে এটিকে সামলে রেখেছেন নায়িকা। সদ্য এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।
লেখেন, একটা ইলেকট্রিক যন্ত্রের প্রতি যে এতটা ভালোবাসা লেগে আছে, একটা যন্ত্র খারাপ হয়ে যাওয়ার সঙ্গে যে মন খারাপের এমন একটা সংযোগ আছে, তাতে যে গলা বন্ধ হয়ে কান্না উঠে আসতে পারে তা আগে জানা ছিল না। সিনেমায় বোধগম্য না হলেও নিজের সঙ্গে ঘটল বলে হয়তো বিশ্বাস হচ্ছে যে এমনটাও ঘটে। আমার বাড়ির মাইক্রোভেনটার আয়ু শেষ হল। ওর বয়স আমার মেয়ের চেয়েও বেশি। বাড়িতে বিয়ের ম্যারাপ বাঁধা হলে যেমন অনেক নতুন জিনিস কেনা হয়, ১৯৯৮ সালে নতুন হয়ে আমাদের কাছে এলো। তারপর জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। কোম্পানি উঠে গেলো, সম্পর্ক চুকে গেল, আমি মা হলাম, মা কে হারালাম, বাড়িতে সাদা কাপড় জড়ানো শ্রাদ্ধের ম্যারাপ বাঁধা হল, জীবনের কত শত ঝড় ঝাপটা পেরোলাম, নাম হলো, কত কেউ, কত কিছু এলো গেল, মাইক্রোভেনটা রয়ে গেল।
এই পোস্ট মুহূর্তে হল ভাইরাল। যা নজর কাড়ল সকলের। মাইক্রোওভেনের ছবি পোস্ট করে এই বিশেষ বার্তা দিলেন নায়িকা।