এই গানের লঞ্চ উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে প্রসেনজিৎ থেকে অনির্বাণ। পরিচালক সৃজিত থেকে গায়ক অনুপম রায়- উপস্থিত ছিলেন সকলে।

ফের চমক দিল দশম অবতার টিম। মুক্তি পেল দশম অবতার ছবির নতুন গান। ‘আমি আর সেই মানুষটা নেই’ গানটি এল প্রকাশ্যে। যা মুক্তি পেতেই নজর কাড়ল সকলের। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন অনুপম রায়।

এই গানের লঞ্চ উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে প্রসেনজিৎ থেকে অনির্বাণ। পরিচালক সৃজিত থেকে গায়ক অনুপম রায়- উপস্থিত ছিলেন সকলে। এদিন অনুষ্ঠানের মাধ্যমে গানটি লঞ্চ করা হয়। গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসভিএফ-র পক্ষ থেকে।

গানটি পোস্ট করে এসভিএফের তরফে লেখা হয়েছে, আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও এক সময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়। সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে আমি সেই মানুষটা আর নেই। অনুপম রায়ের কথা সুরে ও তারই কন্ঠে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা দশম অবতার-র গান আমি সেই মানুষটা আর নেই শুনে নিন।

Scroll to load tweet…

বরাবরই দর্শকদের ভালো ভালো ছবি উপহার দিয়ে এসেছেন সৃজিত। সে কারণে, তাঁর ছবি ঘিরে বরাবর দর্শকদের আশাও থাকে তুঙ্গে। আশা পূরণ করতে, ২২ শে শ্রাবণ থেকে রাজকাহিনি এমনকী, চতুষ্কোণ থেকে উমার মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এবারও মনে হচ্ছে তার অন্যথা হবে না। এবার ব্যাপক চমক দিতে আসছে ‘দশম অবতার’ ছবিটি। এই ছবি দিয়ে টলিউডে প্রথমবার কপ ইউনিভার্স নিয়ে হাজির হবেন তিনি। এবার ‘দশম অবতার’ ছবিতে বাইশে শ্রাবণ-র প্রসেনজিৎ থেকে ভিঞ্চি দা-র অনির্বাণ ভট্টাচার্য থাকছেন দুজনে।

প্রথমবার বাইশে শ্রাবণ-র প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চি দা-র ডিসিডিডি পোদ্দার একসঙ্গে রহস্য সমাধান করবেন। এই দশম অবতার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও আছেন যিশু সেনগুপ্ত, জয়া এহেসান। ছবির কাস্ট থেকে গল্প সর্বত্র রয়েছে চমক।

YouTube video player

শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেড প্রযোজনা করছে ছবিটি। যা এবার পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে ছবিটি। খুন, রহস্য, সিরিয়াল কিলার, মৃত্যুর মতো নানান জটিলতা রয়েছে ছবিতে। খুনের অনুসন্ধান করতে দেখা যাবে প্রসেনজিৎকে। শহরে ঘটে যাওয়া পর পর তিন খুনের ঘটনার সিরিয়াল কিলারকে ধরতে তদন্ত শুরু করবেন প্রবীর রায়চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গী ইন্সপেক্টর পোদ্দার অর্থাৎ অনির্বান। সব মিলিয়ে পুজোয় আসছে চমক। তার আগে মুক্তি পেল ছবির গান।

আরও পড়ুন

Prosenjit Chatterjee: টলিউডে নতুন সমীকরণ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কী লিখলেন জয়া?

Tollywood Actress in Bikini: সৌরসেনির শরীরে ‘লাভ বাইট’! মিমি চক্রবর্তী কী লিখলেন?

জন্মদিনে নতুন ছবি পোস্ট করে দিলেন চমক, ৬১-তে পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়