সংক্ষিপ্ত

টলিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের সংসারে নতুন সদস্যের আগমন। বিয়ের মাত্র ৪ মাসের মধ্যেই মা হলেন রূপসা। ছেলে নাকি মেয়ে, এখনও স্পষ্ট করেননি তারা।

বিয়ের মাত্র ৪ মাস হয়েছে। তার মধ্যেই মা হলেই টলিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত বছর পুজোর মরসুমে বিয়ে করেন রূপসা চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের পর পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মা হওয়ার কথা।

গত ২৬ জানুয়ারি, রূপসা ও সায়নদীপের সংসারে এল নতুন সদস্য। বাচ্চার হাতের ছবি পোস্ট করে নায়িকা লেখেন, সাধারণতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।

তবে, রূপসা ও সায়নদীপের সংসারে আসা এই নতুন সদস্যটি ছেলে নাকি মেয়ে তা বলেনি স্পষ্ট করে। তবে, অধিকাংশের আন্দাজ ছেলে হয়েছে রূপসা ও সায়নদীপের। কারণ, সাধারণত পুত্র হলেই বাবারা তাকে জুনিয়র বলে সম্বোধন করে। তেমনই এই পোস্টের সঙ্গে অ্যানিম্যাল ছবির পাপা মেরি জান গানটি জুড়ে দিয়েছিল। সাধারণত ছেলেদের ক্ষেত্রে এই গান ব্যবহার করা হয়। তাই সকলেরই আন্দাজ ছেলে এসেছে তাঁদের সংসারে।

সে যাই হোক, সন্তান যেন সুস্থ থাকে তাই সকলের কাম্য। এদিকে সাধের সময়ের ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন রূপসা। তাতে দেখা গিয়েছিল, সাধে উপস্থিত আত্মীয় থেকে বন্ধু অধিকাংশই ‘ছেলে হবে’ বলেছিল। সম্ভবত সেটাই হল সত্যি।

 

View post on Instagram
 

 

এদিকে বিয়ের মাত্র ৪ মাসের মধ্যে মা হওয়ায় নানান মন্তব্য শুনতে হয়েছে। অনেকেই নিন্দা করেছেন। অধিকাংশই বলেন, গর্ভবতী হয়ে পড়েছিলেন বলে তড়িঘড়ি বিয়ে করেন। নেটিজেনদের অনেকে প্রশ্ন করেন আগে গর্ভবতী না হলে বিয়ের চার মাসের মধ্যে কি মা হওয়া সম্ভব?

সে যাই হোক, আপাতত নতুন সদস্যকে নিয়ে ভালোই আছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। তবে, ছেলে নাকি মেয়ে কী হল তা এখনও স্পষ্ট করে বলেননি তাঁরা। তবে, যে তাদের ছেলে হয়েছে এমনই আন্দাজ সকলের। এখন সময়ের অপেক্ষা। দেখা যাক, একথা কবে তারা জানান।