লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন, যার ফলে স্টেডিয়ামে ভাঙচুর ও পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটে।
ভোর রাত থেকে খবরে মেসি। তার কলকাতায় আসা পর্যন্ত সব ঠিক ছিল। বিপত্তি ঘটল যুবভারতীতে ঢোকার পর থেকে। যুবভারতীতে ঢোকা থেকেই লিয়োনেল মেসিকে ঘিরে রইল কর্তা-মন্ত্রীরা। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়া দর্শকদের ক্ষোভ আছড়ে পড়ল মাঠে। বোতল পড়ল। গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ফেলা হল। ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়লেন মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। সব মিলিয়ে লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম।
আজ ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। সঙ্গে ছিলেন লুইস সুয়েরাজ এবং রদ্রিগো ডিপল। কিন্তু গাড়ি থেকে নামা মাত্র বেশ কিছু মানুষ তাঁদের ঘিরে ফেলে। শুধু মেসিকে নয়, লুইস সুয়েরাজ এবং রদ্রিগো ডিপল-কেও দেখা যায়নি। এই নিয়ে রণক্ষেত্র হয় যুবভারতী প্রাঙ্গন।
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী। আজ যুবভারতীতে তিনি আমন্ত্রিত ছিলেন। মাঠে মেসিকে স্বাগত জানান। সাক্ষাত সারার পর ছবিও তোলেন। আর সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ক্ষুব্ধ নেটজনতা। এই ছবিতে কেউ লেখেন, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন।’ কেউ বলেন, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখন মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’ আবার কেউ প্রশ্ন তোলেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ আবার কেউ লেখেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে।’
আজকের এই ঘটনার মেসির কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, 'আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসঙ্গে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি।'


