সংক্ষিপ্ত
ফের ন্যায়ের দাবিতে রাজপথে টলিউড! এবার বিচার চেয়ে ধর্মতলায় ধর্ণায় বসলেন সোহিনী, স্বস্তিকা, ঊষসীরা
আরজিকরকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। শহর জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। একসঙ্গে সুর উঠেছে ' বিচার চাই'। তদন্ত করছে সিবিআই। তবে বেশ কয়েকটা নাম সামনে এলেও এখনও তদন্তে কিনারা পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর মাঝেই ফের বিচারের উদ্দেশ্যে পথে নামলেন 'টলিউডের অভিনেতারা'। রবিবার দুপুর ৩ টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই হা মিছিল। এই মিছিল চলবে ধর্মতলা পর্যন্ত।
এই মিছিলে সামিল ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অপর্ণা সেন, ঊষসী চক্রবর্তী-সহ একাধিক অভিনেতা, অভিনেত্রী।
'আমরা তিলত্তমা' নামের একটি মঞ্চ থেকে মিছিলের ডাক দেওয়া হয় বলে জানা গিয়েছে। নারী নিরাপত্তা বিষয়ক মোট ১১টি দাবি রাখা হয় এই মিছিলে। অভিনেত্রী অপর্ণা সেন। চৈতি ঘোষাল, সুদীপ্তা দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেকে।
এ ছাড়াও এই মহামিছিলে যোগ দেন বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়ারা। ‘আমরা তিলোত্তমা’ মঞ্চের অন্যতম দুই প্রবক্তা হলেন অভিনেত্রী সোহিনী সরকার ও মধুরিমা গোস্বামী। মূলত এই দু'জনের উদ্যোগেই এই মহামিছিলের ডাক দেওয়া হয়। এ ছা়ড়াও ভের চারটে অবধি তাঁরা ধর্ণা দেবেন বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।