বছর শেষের এক মাচা শো-তে পারফর্ম করতে দেখা যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। নেটিজেনরা তাঁর পারফরম্যান্স এবং অতীতে করা সিনেমা নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করেন।

বছর শেষে শহরে হোক বা গ্রামাঞ্চলে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। নাচ-গানে বছরের শেষটা আনন্দ করে কাটাতে চান সকলেই। সে কারণে নিজেদের এলাকায় অনেক উদ্যোক্তা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই সকল অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের দেখা যায় মাচা শো করতে। গায়ক-গায়িকা থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই এমন অনুষ্ঠানে যোগ দেন।

এমন অনুষ্ঠানে কেউ গান গেয়ে থাকেন তো কেউ পারফর্ম করেন। তবে, অভিনয় করলেই যে তাকে ভালো গায়ক বা নৃত্যশিল্পী হতে হবে এমন নয়। কিন্তু অনেক তারকারাই গান গাইতে না পারলেও গান গাওয়ার চেষ্টা করেন। এমন কাজ করে অনেকে হাসির খোরাকও হয়েছেন। এবার এই তালিকায় না লেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ভালো মানের অভিনেতা হলেই যে তিনি গান গাইতে বা নাচতে পারবেন এমন নয়। দেখা গেল এমনটাই। সদ্য ভাইরাল হল একটি ভিডিও। ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। যেখানে মাচা শো-তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিও ভাইরাল হতেই নেট জনতা নানান কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ৯০ দশ জুড়ে জ্বালিয়ে মেরেছে। ক্যাবলা, আনস্মার্ট, জামাপ্যান্ট ঠিক করে পড়তে জানত না। জঘন্য অভিনয় আর নিম্নমানের সিনেমা করে করে ইন্ডাস্ট্রির বেহাল দশা করে দিয়েছে।

আবার একজন লেখেন, এদেরকে ডাকে কে? রাজ চক্রবর্তীর নামের এক ব্যক্তি লিখেছেন, গ্রামে গ্রামে মাচা করেই তো এদের গাড়ি ফ্ল্যাট হয়। রাজকুমার রাজবংশী নামের একজন লেখেন, জানি জানি বাংলার সিনেমার খারাপ অবস্থা তাই বলে এইভাবে রোজগার করতে হবে? আবার একজন কমেন্টে লেখেন, মা আমি চুরি করিনি মা।

এভাবে সোশ্যাল মিডিয়ায় জুড়ে নেতিবাচক কমেন্টে ভরে গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাচ দেখে নানান কমেন্ট করলেন সকলে। উঠল সমালোচনার ঝড়।