- ২১ কেজি ওজন কমালেন ভুমি
- সকলের নজরের কেন্দ্রে এখন দম লাগাকে হাইসা ছবির অভিনেত্রী
- শরীরচর্চার গোপন রহস্য কী
- খোলসা করে জানালেন ভুমি
দম লাগাকে হাইসা ছবির মধ্যে দিয়েই সকলের নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে সৌন্দর্যতাকে অস্ত্র করে নয়, বলিউডে তিনি ডেবিউ করেছিলেন অভিনয়ের জাদু নিয়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন ভূমি। ছবির প্রেক্ষাপটই ছিল মোটা কিংবা কালো স্ত্রীর প্রতি স্বামীর অনিহা। সেই চরিত্র দিয়ে হাতে খড়ি হয় ভুমির।
সেই অভিনেত্রীই যে কয়েক বছরের মধ্যে সকলের নজরের কেন্দ্রে চলে আসবেন, এবং শুধুই অভিনয় নয়, নিজের লুকের জাদুতেও সকলকে কাবু করে রাখবে তাঁর কথা কে জানত। তেমনই এক পরিস্থিতির সাক্ষী থাকলেন দর্শকেরা। যাঁরা এক কথায় ভুমিকে দেখলে ভেবেই পান না এই সৌন্দর্যের পেছনের রহস্য কী! না, কোনও সার্জারি কিংবাা কোনও কস্মেটিক্স নয়। বাড়িতেই চার মাসে ২১ কেজি ওজন কমিয়েছিলেন ভুমি।
ভুমির এই সৌন্দর্যের পেছনের রহস্য কোথায়! নিজেই খোলসা করলেন অভিনেত্রী। প্রকাশ্যেই তিনি জানান প্রচুর স্পা থেরাপি নিয়েছিলেন তিনি। সঙ্গে বডি মাসাজ। কিন্তু ডায়েটে বিশ্বাসী নন ভুমি। বাড়িতে ফ্যাট মুক্তি যা যা খাবার তাঁর মা করেদিতেন সেই খাবারই খান ভুমি। জল বেশি খাওয়া সঙ্গে প্রতিদিন শরীরচর্চা করাটাই পাখির চোখ করেছিলেন ভুমি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 25, 2019, 4:30 PM IST