মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়ে হলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা বলিউড ইন্ডাস্ট্রির।

ফের শোকের পরিবেশ বলিউডে। বৃহস্পতিবার সকালে মাত্র ৪০ বছর বয়সে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত-মর্মাহত টেলিভিশন জগৎ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিগ বস ১৩’র বিজেতা সিদ্ধার্থ শুক্লা। মুম্বইয়ের কুপার হাসপাতালের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সকালে হঠাৎই এমন খবর পেয়ে অনেকেই বিশ্বাস করতে পারেননি। এরপই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী থেকে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য, যিনি বিগ বস ১৩-তে সিদ্ধার্থ শুক্লার সাথে অংশ নিয়েছিলেন, টুইট করেছেন, "আমি শোনার পর হতভম্ব হয়ে পড়েছি। কেন সিড? খুব শীঘ্রই ... তোমার আত্মা শান্তিতে থাকুক বন্ধু।"

Scroll to load tweet…

বিগ বসের ঘরে সিদ্ধার্থ শুক্লার অপর এক সহ-প্রতিযোগী হিমাংশি খুরানাও শ্রদ্ধা জানিয়েছেন। সিদ্ধার্থের একটি ছবি শেয়ার করে হিমাংশি খুরানা লিখেছেন, ‘ওম শান্তি’।

Scroll to load tweet…

অভিনেতা ও কমেডিয়ান সুনীল গ্রোভার সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর পাওয়ার পরই প্রথম শ্রদ্ধা জানান। টুইট করে লেখেন, "সিদ্ধার্থ শুক্লার কথা শুনে আমি হতবাক এবং দুঃখিত। খুব তাড়াতাড়ি চলে গেল। প্রার্থনা। শান্তিতে থাকুন।"

Scroll to load tweet…

অভিনেত্রী মুনমুন দত্তও সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, "হতবাক এবং অসাড়"।

Scroll to load tweet…

আরমান মালিকও ট্যুইট করে শ্রদ্ধা জানিয়েছেন সিদ্ধার্থ শুক্লাকে। লিখেছেন, আমি এই খবরটি মেনে নিতে পারছি না যেটা আমি পেয়েছি। এটা কি সত্যি? দয়া করে না। না ... সিদ্ধার্থ শুক্লা।"

Scroll to load tweet…

অভিনেতা মনোজ বাজপেয়ি লিখেছেন, ‘OMG!!! এটা একটা বড় শক। যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কাছের একজন মানুষকে হারালাম। ওর আত্মা শান্তি পাক। কিন্তু এটা ঠিক হল না।’

Scroll to load tweet…

রবিনা ট্যান্ডন লিখেছেন টুইটারে, ‘আমি এই খবর বিশ্বাস করতে পারছি না। বারবার প্রার্থনা করছি যেন এই খবর মিথ্যে হয়। এত কর্মঠ আর সফল। আর এত ছোট বয়স।’

Scroll to load tweet…

অভিনেত্রী টিস্কা চোপড়া লিখেছেন, ‘সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি। আশা করি আন্টি আর ওর বন্ধুরা এভাবে চলে যাওয়া মেনে নিতে পারবে মন কঠিন করে।’

Scroll to load tweet…

রাহুল বৈদ্য টুইটারে লিখেছেন, ‘কোনও ভাষা নেই। কথা হারিয়ে ফেলেছি। সিদ্ধার্থ বন্ধু আমার বড় তাড়াতাড়ি চলে গেলে।’

Scroll to load tweet…

রেশমি দেশাই নিজের টুইটারে একটা ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন শুধু। বিন্দু লিখেছেন, ‘এত জলদি চলে গেলে। যদিও তোমার ঔজ্জ্বল্য সারাজীবন তোমার সঙ্গেই থাকবে। বিগ বসের কোনও বিজেতা তোমার মতো হতে পারবে না।’

Scroll to load tweet…

গভীরভাবে শোকপ্রকাশ করেছেন কপিল শর্মাও। লিখেছেন, ‘ভগবান, এটা খুব হৃদয়বিদারক একটা খবর। ওর পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।’

Scroll to load tweet…

টিভি শো 'বালিকা বধূ'-তে অভিনয় করার পর ঘরে ঘরে জনপ্রিয় নাম হয়ে উঠেছিল সিদ্ধার্থ শুক্লা। এছাড়া 'কাচ্চি উমরকে পাক্কে রিস্তে' , 'দিল সে দিল তক', 'লাভ ইউ জিন্দেগী', এছাড়াও রিয়ালিটি শো, ফিয়ার ফ্যাক্টরঃ খ্যাত্রো কে খিলাড়ি ও বিগ বিস ১৩-র বিজেতা ছিলেন তিনি। এছাড়া 'ঝলক দিখলা যা' -তেও অংশ নিয়েছেন তিনি। বড় পর্দায় 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'-তেও অভিনয় করেছেন সিদ্ধার্থ। এত কম বয়সে সিদ্ধার্থ শুক্লার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

YouTube video player