গুরু নানকের ৫৫দ তম জন্মদিন পালন দেশ জুড়ে শুভেচ্ছাবার্তায় ভরে উঠল নেট দুনিয়া বলিউড তারকারাও সামিল হলেন সেই তালিকায়  তারকারা শেয়ার করলেন গুরু নানকের বাণীও

মঙ্গলবার গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষ্যে মেতে উঠলেন দেশবাসী। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বলিউড তারকারাও। মঙ্গলবারদিন সকাল থেকেই ভরে উঠতে লাগল সোশ্যাল মিডিয়ার পাতা। ভক্তদের পরিবারের উদ্দেশে বার্তা দিলেন সকলেই। কেউ শেয়ার করলেন ছবি, কেউ আবার শেয়ার করলেন ভিডিও। 

Scroll to load tweet…

গুরু নানকের বাণী সকলের সঙ্গে এদিন শেয়ার করেনিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শেয়ার করলেন স্বর্ণ মন্দিরের ছবিও। একইভাবে এদিন সকলকে শুভেচ্ছা দিলেন বিটাউন। 
এদিন একইভাবে গুরু নানকের বাণী শেয়ার করে তার অর্থ বোঝালেন হেমা মালিনি। লিখলেন, ঈশ্বরের নাম করো, নিজেদের কর্তব্য করে যাও সততার সঙ্গে। 

Scroll to load tweet…

এদিন একটি ভিডিও শেয়ার করে অক্ষয় কুমারও শুভেচ্ছা জানালেন সকলকে। সেখানে তাঁকে দেখা যায় ৫৫০তম জন্মদিনে গুরু নানককে স্মরণ করে স্থানীয় ভাষাতেই সকলকে শুভেচ্ছা জানালেন অক্ষয় কুমার। সকল ভক্তদের প্রতি ও তাঁদের পরিবারের প্রতি আশির্বাদ কামনা করে প্রার্থনাও করেন তিনি। 

Scroll to load tweet…