সলমানের বিপরীতে কাজ করলেও আর কোনও ছবিতে কাজের সুযোগ পাননি এই সাত নায়িকা
সলমান খানের সঙ্গে কাজ করে অনেক অভিনেত্রী বলিউডে জোরালো শুরু করলেও পরে হারিয়ে গেছেন। কোথায় গেলেন এই নায়িকারা? জেনে নিন তাদের পিছনের গল্প।

ডেইজি শাহ
ডেইজি শাহ সলমান খানের 'জয় হো' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে এরপর তিনি তেমন কোনো সিনেমায় দেখা যাননি।
জারিন খান
জারিন খান 'বীর' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এরপর তিনি তেমন কোনো সাফল্য পাননি।
হ্যাজেল কিচ
সলমান খানের 'বডিগার্ড' সিনেমায় দেখা গিয়েছিল হ্যাজেল কিচকে। কিছুদিন পর তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন।
ভূমিকা চাওলা
সলমান খানের ব্লকবাস্টার 'তেরে নাম'-এ অভিনয় করা ভূমিকা চাওলা কিছুদিন পর বলিউড থেকে দূরে সরে যান।
সাই মঞ্জরেকার
সলমান খানের 'দাবাং ৩' সিনেমায় অভিনয় করা সাই মঞ্জরেকারও তেমন সাফল্য পাননি।
স্নেহা উল্লাল
স্নেহা উল্লাল 'লাকি: নো টাইম ফর লাভ' সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি হঠাৎ করেই হারিয়ে যান।
চাঁদনী
সলমান খানের 'সনম বেওয়াফা' সিনেমায় অভিনয় করা অভিনেত্রী চাঁদনী মাত্র কয়েকটি সিনেমা করার পর ফিল্মি দুনিয়া থেকে দূরে সরে যান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

