সংক্ষিপ্ত
মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি মিডিয়ার সামনে তার নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়েছেন। এর পর থেকেই মানুষ গৌরী সম্পর্কে বেশি করে জানতে চাইছে। যেমন - গৌরী স্প্র্যাটের বয়স কত? তিনি আমিরের থেকে কত ছোট? গৌরী স্প্র্যাট কতটা শিক্ষিত এবং তিনি কী করেন? বিভিন্ন মিডিয়া রিপোর্টে আমির খানের গার্লফ্রেন্ড গৌরীকে নিয়ে নানা ধরনের তথ্য সামনে আসছে, যা তাদের ফ্যানদের মনে ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছে। আসুন, গৌরী স্প্র্যাট সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক...
আমির খানের নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাটের বয়স
রিপোর্ট অনুযায়ী, গৌরী স্প্র্যাটের জন্ম ২১ আগস্ট, ১৯৭৮ সালে। সেই হিসেবে তার বয়স ৪৬ বছর। অন্যদিকে, ১৪ মার্চ, ১৯৬৫ সালে জন্ম নেওয়া আমির খানের বয়স ৬০ বছর। অর্থাৎ, গৌরী, আমিরের থেকে ১৪ বছরের ছোট।
আমির খানের গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাট কতটা শিক্ষিত?
গৌরী স্প্র্যাটের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে রিপোর্টে তার শিক্ষা নিয়ে কিছু কথা বলা হয়েছে। জানা যায়, গৌরী উটির ব্লু মাউন্ট স্কুল থেকে পড়াশোনা করেছেন। পরে তিনি লন্ডন চলে যান। সেখানে তিনি ইউনিভার্সিটি অফ আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন।
আমির খানের গার্লফ্রেন্ড গৌরী স্প্র্যাটের পরিবারে কে কে আছেন?
গৌরী স্প্র্যাট তার জীবনের বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে কাটিয়েছেন। তার বাবা তামিল এবং মা আইরিশ। গৌরীর দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। গৌরীর ৬ বছরের একটি ছেলেও আছে।
গৌরী স্প্র্যাট মুম্বাইয়ে কী করেন?
জানা যায়, গৌরীর মা রীতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি বিখ্যাত সেলুন চালাতেন। এখন সেই কাজ মুম্বাইয়ে গৌরী করছেন। তিনি এখানে বিব্লান্ট নামে একটি সেলুন চালান। বলিউডের প্রতি গৌরীর কোনো আগ্রহ নেই। শোনা যায়, গৌরী আমির খানের খুব কম সিনেমা দেখেছেন, যার মধ্যে লগান এবং দঙ্গল অন্যতম।