এই ৮টি হিট ছবিকে প্রত্যাখ্যান করেছিলেন আমির, দেখে নিন তালিকায় কোন কোন ছবি
আমির খান বেশ কিছু হিট সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলো পরে শাহরুখ ও সালমান খানের ক্যারিয়ারের জন্য মাইলফলক হয়ে দাঁড়ায়। জেনে নিন সেই সিনেমাগুলো কী কী!
| Published : Mar 14 2025, 02:48 PM
2 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
)
Image Credit : Social Media
বলিউড ছবি
আমির খানকে সবাই মিস্টার পারফেকশনিস্ট বলেন। তিনি অতীতে কিছু সিনেমা ফিরিয়েছেন, যা তার জন্য লোকসান ও অন্যদের জন্য লাভজনক ছিল। জেনে নিন সেই ৮টি সিনেমা সম্পর্কে।
29
Image Credit : Social Media
ডর
পরিচালক যশ চোপড়া এই হিট সিনেমায় রাহুলের চরিত্রের জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি, পরে শাহরুখ খানকে এই সিনেমাটি দেওয়া হয়।
39
Image Credit : Social Media
হাম আপকে হ্যায় কৌন
শোনা যায়, পরিচালক সুরজ বরজাতিয়ার এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথমে আমির খান রাজি হয়েছিলেন। কিন্তু পরে তিনি পিছিয়ে আসেন এবং সালমান খান প্রধান চরিত্রে অভিনয় করেন।
49
Image Credit : Social Media
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
এই সিনেমাটি শাহরুখ খানকে বলিউডের সবচেয়ে বড় তারকা বানিয়েছিল। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমা প্রথমে আমির খানকে অফার করা হয়েছিল, কিন্তু তিনি ফিরিয়ে দেন।
59
Image Credit : Social Media
দিল তো পাগল হ্যায়
পরিচালক যশ চোপড়া নাকি এই সিনেমায় রাহুলের চরিত্রের জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি এবং শাহরুখ খান সিনেমাটি পেয়ে যান।
69
Image Credit : Social Media
মহব্বতে
আমির খান যদি পরিচালক আদিত্য চোপড়ার এই সিনেমাটি করতেন, তাহলে ২০০০ সালেই অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন। কিন্তু তিনি ফিরিয়ে দেন ও শাহরুখ পান।
79
Image Credit : Social Media
স্বদেশ
সুপারহিট 'लगान' (২০০১)-এর পর পরিচালক আশুতোষ গোয়ারিকর 'স্বদেশ' সিনেমার জন্য আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি ও শাহরুখের ভাগ্যে জোটে।
89
Image Credit : Social Media
বজরঙ্গী ভাইজান
বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করা এই সিনেমার জন্য সালমান খানের আগে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কবির খানের পরিচালনায় রাজি হননি।
99
Image Credit : Social Media
সঞ্জু
পরিচালক রাজকুমার হিরানি রণবীর কাপুর অভিনীত এই সিনেমায় সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের চরিত্রে আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি।