- Home
- Entertainment
- Bollywood
- PK 2: আমির খানের 'পিকে ২'-এ এবার রণবীর হবেন এলিয়েন? প্রকাশ্যে চমকপ্রদ তথ্য
PK 2: আমির খানের 'পিকে ২'-এ এবার রণবীর হবেন এলিয়েন? প্রকাশ্যে চমকপ্রদ তথ্য
আমির খানের 'সিতারে জমিন পর'-এর পর 'পিকে ২' নিয়ে জোর জল্পনা। রণবীর কাপুর এলিয়েনের ভূমিকায় অভিনয় করতে পারেন, যার এক ঝলক প্রথম ছবিতে দেখা গিয়েছিল। ছবির স্ক্রিপ্ট এবং কাস্টিং নিয়ে কাজ শুরু হয়েছে বলে খবর।

আমির খান তাঁর স্পোর্টস কমেডি-ড্রামা মুভি 'সিতারে জমিন পর'-এর প্রচারে ব্যস্ত। ছবিটি ২০ জুন ২০২৫-এ মুক্তি পাবে। এরপর তিনি বেশ কিছু প্রোজেক্টে কাজ শুরু করবেন। এর মধ্যে রাজকুমার হিরানির সাথে 'পিকে ২' প্রোজেক্টও থাকতে পারে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ৩ জুন আইপিএল ২০২৫-এর ফাইনালে 'সিতারে জমিন পর' ছবির প্রচারে উপস্থিত ছিলেন। ছবিটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
'সিতারে জমিন পর'-এর মুক্তির মাঝেই আমির খানের বিতর্কিত ছবি 'পিকে'-র সিক্যুয়েল নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবিপি, পিঙ্কভিল্লার বরাত দিয়ে জানিয়েছে, রাজু হিরানি ও আমির খান 'পিকে ২' নিয়ে আলোচনা করছেন।
'পিকে ২'-তে এবার রণবীর কাপুর এলিয়েনের ভূমিকায় দেখা যেতে পারে। প্রথম ছবির শেষে তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল।
এবিপির খবর অনুযায়ী, 'পিকে'-র একটি দৃশ্যে রণবীর কাপুরকে দেখা গিয়েছিল। এবার সিক্যুয়েলে তিনি এলিয়েনের ভূমিকায় অভিনয় করবেন। 'অ্যানিমেল' তারকা তাঁর ভূমিকা নিয়ে বেশ উচ্ছ্বসিত।
'পিকে ২'-এর স্ক্রিপ্ট এবং কাস্টিং নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। 'সিতারে জমিন পর' মুক্তির পর এ নিয়ে কাজ শুরু হতে পারে। তবে এখনও অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।

