- Home
- Entertainment
- Bollywood
- অভিষেকের বিয়ের বয়স শুনে চমকে উঠলেন নিমরত, ভাইরাল হল ভিডিও, সত্যিই কি ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের বিয়ে?
অভিষেকের বিয়ের বয়স শুনে চমকে উঠলেন নিমরত, ভাইরাল হল ভিডিও, সত্যিই কি ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের বিয়ে?
বলিউডে গুঞ্জন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের পথে। নিমরত কউরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুজবই এই দূরত্বের কারণ বলে চর্চা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও পক্ষই মুখ খোলেননি।

খবরের শীর্ষে অভিষেক বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চন- নিমরত কউর। বলিউড গসিপ বলছে ভাঙতে চলেছে অভিষেক বচ্চন- ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ে।
দীর্ঘ দাম্পত্য জীবনের ইতির কারণ হল সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। অভিষেক নাকি প্রেমে পড়েছেন।
বিশ্ব সুন্দরীকে ছেড়ে তিনি মন দিয়েছেন নিমরত কউরকে। দশভি ছবিতে একসঙ্গে কাজ করছিলেন অভিষেক ও নিমরত কউর।
তখন থেকে দুজনের সম্পর্ক। আর এই সম্পর্কের কারণে দূরত্ব তৈরি হচ্ছে ঐশ্বর্যের সঙ্গে। তবে, এই নিয়ে এখনও অভিষেক বা ঐশ্বর্য কিছু বলেননি।
এদিকে সদ্য ভাইরাল হল একটি পুরনো ভিডিও। সেখানে অভিষেক ও নিরমতকে দেখা যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, অভিষেকের বিয়ের বয়স শুনে চমকে গিয়েছেন নিমরত।
দেখা যাচ্ছে, অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত হলেন, ১৫ বছর।
অভিষেক মন্তব্য করেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, অসাধারণ। পুরনো সেই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল।
এদিকে সদ্য এই গুজব নিয়ে মুখ খোলেন নিমরত। এক সাক্ষাৎকারে জানান সত্যতা।
তিনি বলেন, কারও মুখ তিনি বন্ধ করতে পারবেন না। তার চেয়ে কাজে মন দেওয়া শ্রেয় তাঁর মতে।
এদিকে আপাতত এই ত্রিকোণ প্রেম নিয়ে কোনও রকম মন্তব্য করেননি ঐশ্বর্য কিংবা অভিষেক।