আহমেদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে ২৪২ জন যাত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিক্রান্ত মাসে, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, ভিকি কৌশল সহ অনেকে। সহ-পাইলট ছিলেন বিক্রান্তের ভাই।

বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে ঘটে দুর্ঘটনা। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই ভেঙে পড়ে আহমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। ওড়ার পর মুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার। বিমানটিতে ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের কমান্ডে ছিল, সহ পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার। ক্যাপ্টেন সুমিত সভরওয়াল একজন এলটিসি, যার ৮২০০ ঘন্টার অভিজ্ঞতা ছিল। সহ পাইলট ক্লাইভ কুন্দেরের ১১০০ ঘন্টার অভিজ্ঞতা ছিল। আর এই সহ পাইলট ক্লাইভ কুন্দার ছিল বিখ্যাত অভিনেতা বিক্রান্ত মাসের ভাই।

বৃহস্পতিবার স্বজন হায়িরে বিক্রান্ত লেখেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার এবং প্রিয়জনদের কথা ভেবে আমার মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ এই শোক আমাপ ব্যক্তিগত। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তাঁর ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিন।’

শাহরুখ খান শোন প্রকাশ করে লিখলেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমরা ভীষণ মর্মাহত। নিহতদের তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্খনা করছি।

আমির খানের তরফে শোক প্রকাশ করে বলা হয়েছে, আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বড় ক্ষতি হয়ে গেল। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এই বিধ্বংসী ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে সব মানুষ, সম্প্রদায়ের পাশে রয়েছি আমরা। ভারত এই কঠিন সময়ে আরও শক্ত হও।

Scroll to load tweet…

অক্ষয় কুমার বলেছেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, স্তব্ধ হয়ে গিয়েছি। প্রার্থনা করা ছাড়া অন্য পথ দেখতে পাচ্ছি না।

জাহ্নবী কপূর লেখেন, এই ঘটনা ভিতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যার পরে কথা বলার মতো অবস্থায় থাকে না মানুষ। বিমানের যাত্রী ও কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা।

ভিকি কৌশল লেখেন, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম, ২৪২ জন যাত্রী ছিলেন। কেবল প্রার্থনা করতে পারি আমরা। এরই সঙ্গে পরিণীতি চোপড়া, সোনু সুদ, নীল নিতিন মুকেশ, বীর পাহাড়িয়া-সহ একাধিক তারকা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন।