- Home
- Entertainment
- Bollywood
- 'এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে', মালাইকার উপর রেগে আগুন বোন অমৃতা, কেন জানেন?
'এবার কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে', মালাইকার উপর রেগে আগুন বোন অমৃতা, কেন জানেন?
- FB
- TW
- Linkdin
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে চর্চা চলতেই থাকে টিনসেল টাউনে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়।
এবার আচমকাই মালাইকার উপর রেগে গেলেন বোন অমৃতা আরোরা। হঠাৎ কী করলেন অভিনেত্রী, তা নিয়েই জল্পনা তুঙ্গে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা' -তে তিনি স্ট্যান্ড আপ কমেডি করছেন। এবং মজা করতে গিয়েই নাকি মাত্রা ছাড়িয়ে ফেলছেন দিদি, এমনটাই বলছেন অমৃতা।
দিদি মালাইকার বলা জোকসগুলি একদমই পছন্দ করছেন না অমৃতা আরোরা। তাই দিদিকে জোকস বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে বললেন অভিনেত্রী। 'মুভিং ইন উইথ মালাইকা' -তে মা এবং ছেলের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে দেখা যায়। সেখানেই একে অপরের সঙ্গে মজায় মেতে ওঠেন।
অমৃতা মালাইকাকে বলেন, আমি তোমায় কিছু বলিনি। তুমি আমায় নিয়ে যে মজাগুলো করো সেগুলো আরও একটু চিন্তা ভাবনা করে বলতে পারো। আমি বড় পোশাক পারি, কিছু করি না সেটা বলার আগে একবার জিজ্ঞেস করে নিতে পারতে যে আদৌ আমার সম্মতি আছে কিনা এগুলো প্রকাশ্যে আনতে।
মালাইকা তখনই বোনকে বাঁধা দিয়ে বলেন, স্ট্যান্ড আপ কমেডি এভাবেই হয়। এটাই নিয়ম। অমৃতাও থামার পাত্র নন। তিনি দিদিকে পাল্টা প্রশ্ন করে বলেন, স্ট্যান্ড আপ কমেডির নমা করে তুমি যে কাউকে বাসের নিচে ছুঁড়ে ফেলে দিতে পারবে।
অমৃতা আরও বলেন, আমি আরও অনেক উদাহরণ দিতে পারি যে অন্যায়গুলো তুমি আমার সঙ্গে করছো। কিন্তু আমি বাঁধা দিইনি কারণ আমি তোমার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাইনি। আজ এতদিন পর একসঙ্গে খাচ্ছি, তবে আমার মনে হয় কিছু জিনিসের বিষয়ে তোমারও উচিত আমার থেকে অনুমতি নেওয়ার।
ক্ষুব্ধ অমৃতাকে অনেক বোঝানোর চেষ্টা করেন মালাইকা। তবে কেন বারবার জোকসগুলোতে অমৃতাকেই টানা হবে তা নিয়ে প্রশ্ন করেন। তবে এতক্ষণ সব ঠিক থাকলেও সেদিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। তারপরেই অমৃতা গিয়ে কাউচে বসে পড়েন। আরহানও যোগ দেন মাসির সঙ্গে। মালাইকা পরে অমৃতার কাছে ক্ষমা চেয়ে নেন।
বলিউডের হটেস্ট অভিনেত্রীদের তালিকায় শুরুতেই রয়েছেন মালাইকা আরোরা। তাকে নিয়ে চর্চা হয় না এমন দিন মনে হয় হাতে গোনা। কন্ট্রোভার্সি তার নামের সঙ্গেই জুড়ে গিয়েছে। পোশাক বিতর্কে মালাইকা সর্বদাই হট টপিক।
মালাইকাকে নিয়ে ট্রোলিং সর্বদাই চলছে। তার পোশাক থেকে হাঁটাচলা সব কিছু নিয়ে চলতে থাকে নানা ধরনের কটুক্তি। যদিও সমালোচনা মোটেই পাত্তা দিতে রাজি নন মালাইকা আরোরা। সম্প্রতি নিজের শো'মুভিং ইন উইথ মালাইকা'-তে পাপারাৎজিদের উপর ক্ষোভ উগরে দিলেন মালাইকা আরোরা।
মালাইকা বাড়ির বাইরে বেরোলেই পাপারাৎজিরা মুখিয়ে থাকেন ছবি তোলার জন্য। তিনিও কখনও নিরাশ করেন না। এবার ক্ষোভ উগরে মাল্লা বলেন, আমি কখনও কাউকে কিছু বলি না যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দেয়। তবে যেটা সবচেয়ে বিরক্ত লাগে তোমরা ফটো নিচ্ছো নাও কিন্তু বক্ষ-আর নিতম্বই কেন।
মালাইকা আরও বলে, ফটো নেওয়ার সময় শুধু বুক আর নিতম্বতেই নজর থাকে। আমি আমার শরীরকে ভালবাসি। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরা এখান থেকে ওখানে যায়, যা নিয়ে আমার প্রচন্ড সমস্যা আছে। মাল্লার কথায়, এখন অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তাহলে শরীর ঢাকা পোশাক পরো। কিন্তু আমার প্রশ্ন কেন আমাকে সেরকম পরতে হবে। আপনার সমস্যা কোথায়, আমার ইচ্ছে আমি যেমন খুশি পোশাক পরব।