অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন যে গায়ক জুবিন গর্গকে খুন করা হয়েছিল, সিঙ্গাপুরে তাঁর দুর্ঘটনাজনিত মৃত্যু হয়নি। তিনি এই খুনের ঘটনায় ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
খুন করা হয়েছিল জুবিন গর্গকে। দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, সিঙ্গাপুরের দুর্ঘটনায় মৃত্যু হয়নি গায়ক জুবিন গর্গের। প্রসঙ্গত, সেপ্টেম্বরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল জুবিন গর্গের। তাঁর মৃতে নিয়ে ওঠে নানান প্রশ্ন। এবার ফের প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জুবিন গর্গের খুনের ঘটনায় চার্জশিট জমা দিতে হবে। আমি বলেছি ৮ ডিসেম্বরের মধ্যে চারশিট জমা দিতে।
তিনি আরও বলেন, বিদেশে কোনও ঘটনা ঘটে থাকলে তা নিয়ে চার্জশিট জমা দেওযার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতির প্রয়োজন। আমি রবিবারউ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে এই বিষয় কথা বলেছি। এই অনুমতি শীঘ্রই দেওয়া হবে।
তিনি আরও জানান, বিশেষ তদন্তকারী জল এই জন্য ৩-৪ দিনের মধ্যেই স্বারাষ্ট্র মন্ত্রককে চিঠি দেবে। তাঁরা আশা করছেন, অমিত শাহের থেকে অনুমতি পেয়ে গেলেই ৮ ডিসেম্বরের মধ্যে চারশিট দেওয়া হবে।
জুবিন গর্গের মৃত্যুর ঘটনা অপরাধমূলক ষড়যন্ত্র, অনিচ্ছাকৃচ হত্যা-সহ ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে। যাই হোত এবার অসমের মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের দুর্ঘটনায় মৃত্যু হয়নি গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সর্বত্র। তাঁর মৃত্যুর একদিন পর ফের প্রকাশ্যে নয়া আপডেট। এবার বিশেষ মন্তব্য করল অসমের মুখ্যমন্ত্রী।
এদিকে জুবিনের মৃত্যুর পর পাঁচজন অভিযুক্ত কাঠগড়ায়। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা প্রথম দ্রেফতার করে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অন্যদিকে, পয়লা অক্টোবর গ্রেফতার করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তকে। ৩ অক্টোবর গ্রেফতার হয় টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত। গ্রেফতার হয়েছে তার তুতো ভাই। জুবিনের মৃত্যুতে অসম পুলিশ ইতিমধ্যেই শ্যামকানু মোহন্ত ও ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
