Zubeen Garg Demise Probe: বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের প্রয়াণের পর কেটে গিয়েছে কয়েকদিন। কিন্তু এখনও সেই ঘটনার রেশ থেকে গিয়েছে। এই সঙ্গীতশিল্পীর জীবন কীভাবে শেষ হল, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
জুবিন গর্গের মৃত্যুরহস্য
কোনও গাফিলতি বা অবহেলার ফলে কি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু হয়েছে? তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Zubeen Garg Death Mystery: অসমের (Assam) বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে (Zubeen Garg) কি খুন করা হয়েছে? না কি সঙ্গীদের অবহেলার জন্যই তাঁকে প্রাণ হারাতে হয়েছে? এখন এই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কারণ, জুবিনের জীবনের শেষ সময়ে তাঁর সঙ্গে ইয়টে থাকা সঙ্গীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামীকে (Shekhar Jyoti Goswami) গ্রেফতার করা হয়েছে। জুবিনের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) গঠন করা হয়েছে। সেই দলই শেখরকে গ্রেফতার করেছে। এই সঙ্গীতশিল্পীকে জেরা করার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। যদিও শেখরের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই সঙ্গীতশিল্পী গ্রেফতার হওয়ায় জুবিনের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।

জুবিনের শেষ সময়ে কী হয়েছিল?

জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য অসম সরকার (Assam Government) ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এই তদন্তকারী দলের নেতৃত্বে স্পেশাল ডিজিপি এম পি গুপ্তা (Special DGP MP Gupta)। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। জুবিনের জীবনের শেষ সময়ে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।

আরও কয়েকজন গ্রেফতার হতে পারেন

তদন্তকারীরা জানিয়েছেন, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্তর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিমানবন্দরের লাউঞ্জ থেকেই সিআইডি-র (CID) সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আত্মসমর্পণ করতে রাজি। তদন্তকারীরা জানিয়েছেন, শ্যামকানুর গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে তল্লাশি চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তদন্তকারীরা। সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের (Singapore Assam Association) একাধিক সদস্যকেও আটক করা হতে পারে। তাঁদের বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ফলে জুবিনের মৃত্যু নিয়ে জলঘোলা হচ্ছে। জুবিনের অনুরাগীরা তাঁর মৃত্যুরহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।