Supreme Court Breaking News: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগে সাসপেন্ড আইনজীবী। কেন তিনি এমন ঘটনা ঘটালেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Supreme Court Breaking News: সোমবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ ওঠে শীর্ষ আদালতেরই এক বিচারকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সেই আইনজীবীকে সাসপেন্ড করল সুপ্রিম কোর্টের বার কাউন্সিল। অভিযুক্ত ওই বিচারকের নাম রাকেশ কিশোর। সোমবার সকালে ভরা এজলাসের মধ্যে প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি মুখে সনাতন ধর্ম নিয়ে স্লোগান দিতেও শোনা যায় তাকে।

আদালত সূত্রে খবর, ওই আইনজীবীকে শোকজ নোটিশ গ্রহণের ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। কেন তাঁর স্থগিতাদেশ জারি থাকবে না এবং কেন তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা করার জন্য তাঁর কাছে একটি কারণ দর্শাও নোটিশ জারি করা হবে।

ঠিক কী ঘটেছিল? 

উল্লেখ্য, সোমবার তখন সবে মাত্র এজলাসের কাজকর্ম শুরু হয়েছে। আর তারই মধ্যে প্রধান বিচারপতির দিকে উড়ে এলো জুতো। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের সঙ্গে। ঘটনায় হতচকিত হয়ে যান তিনিও। সূত্রের খবর, সোমবার আদালতের কাজকর্ম চলাকালীন প্রধান বিচারপতিকে হেনস্থা করার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি কালো পোশাক পরা ছিল ওই ব্যক্তির। সম্ভবত তিনিও আইনজীবী ছিলেন বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

Scroll to load tweet…

এদিকে সুপ্রিম কোর্টের মতো দেশের অন্যতম হাইপ্রোফাইল বিচারালয়ে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েও সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, এজলাসের ভিতরে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তার কারণও অনুসন্ধান করছে শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগ।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।