‘ধুম ধাম’ ছবির স্ক্রিনিংয়ে তারকাদের মেলা, ইশার আগে ফিকে ইয়ামি, রইল ছবি
মুম্বাইয়ে 'ধুম ধাম' ছবির স্ক্রিনিংয়ে তারকাদের ভিড়। ইয়ামি গৌতমের অদ্ভুত পোশাকে সবার নজর কাড়ল, সেখানে ঈশা কোপ্পিকরও তার লুকে ঝড় তুললেন।

গত রাতে মুম্বাইয়ে আসন্ন ছবি ধুম ধামের স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে টিভি থেকে শুরু করে বলিউড তারকারা উপস্থিত ছিলেন। খাল্লাস গার্ল খ্যাত ঈশা কোপ্পিকরের জেল্লা দেখা গেল।
অন্যদিকে, ছবির মুখ্য অভিনেত্রী ইয়ামি গৌতম এই উপলক্ষে অদ্ভুত পোশাকে দেখা গেল। রণবীর সিং বিশেষভাবে উপস্থিত ছিলেন।
ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে ইয়ামি গৌতম স্বামী আদিত্য ধর সহ ছবির তারকাদের সাথে পোজ দিলেন।
সোফি চৌধুরীও ছবি ধুম ধামের স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। সোফি স্টাইলে ফটোগ্রাফারদের পোজ দিলেন।
এদিন সবুজ পোশাকে দেখা যায় ইয়ামিকে।
সব মিলিয়ে জমজাট ছিল সন্ধ্যা। তারকাদের হাট বসেছিল সেখানে।
ট্রেলার মুক্তি থেকেই দর্শকদের কৌতুহল বেড়েই চলেছে। ট্রেলার থেকে স্পষ্ট একেবারে ভিন্ন চরিত্রে দেখা দিচ্ছেন ইয়ামি গৌতম।
কোনও গৃহবধূ নয়। বরং রণংদেহী রূপে দেখা যাবে ইয়ামিকে।
মাতৃত্বের গুরু দায়িত্ব পালনের গল্প নিয়ে তৈরি এই ছবি।