ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কেন চুপ দেওল পরিবার? শোক প্রকাশ করণ জোহরের
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডের একটি অধ্যায় শেষ হয়েছে বলে বর্ণনা করেছেন করণ জোহর। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়েছেন। কিন্তু পুরোপুরি চুপ পরিবার। কোনও তথ্য জানান হয়নি।

শেষ একটি অধ্যায়
ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউডের একটি অধ্যায় শেষ হয়েছে বলে বর্ণনা করেছেন করণ জোহর। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি ধর্মেন্দ্রর মৃত্যুর খবর দিয়েছেন। কিন্তু পরিবারের তরফ থেকে হিন্দি ছবির জনপ্রিয় সুপারস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর খবর, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানানো হয়নি। ধর্মেন্দ্র অনুরাগীদের প্রশ্ন কেন এত লুকোচুরি।
করণ জোহরের পোস্ট
সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ছবি পোস্ট করে করণ জোহর লিখেছেন, 'আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিতেন। সকলের মাঝে অপরিসীম ভালোবাসা বিলিয়ে দিতেন। ওঁর আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না। ধর্মজি একজনই। এত দয়ালু মানুষ। আজ স্বর্গ ধন্য হল আপনার উপস্থিতিতে। আপনার সাথে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। তাই বলতে ইচ্ছে করছে, অভি না যাও ছোড় কে, দিল অভি ভরা নহি…!'
পরিবার শ্মশানে
অন্যদিকে দেওল পরিবার জড়ো গয়েছে ভিলে পার্লে শ্মশানে। প্রত্যেকের পরণে সাজা পোশাক। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় সানি, ববি, এষার সাদা পোশাক পরা ছবি। শ্মশানে ভিড় রয়েছে বলিউডের একাধিক সুপারস্টারের।
কেন এত চুপ?
ধর্মেন্দ্রর পরিবার তাঁর মৃত্যু নিয়ে কেন এত চুপ-তা এখনও জানা যায়নি। তবে এর আগে ১১ নভেম্বর অসুস্থ হয়ে ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন একবার তাঁর মৃত্যুর খবর রটে দিয়েছিল। যা নিয়ে যথেষ্ট বিব্রত বোধ করেছিল দেওল পরিবার ও হেমা মালিনী।
পরিবারের প্রতিক্রিয়া
প্রথমে ধর্মেন্দ্র পরিবার তাঁর মৃত্যু নিয়ে কিছুই জানায়নি। কিন্তু ধীরে ধীরে শ্মশান থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে। জানা নিয়েছে ধর্মেন্দ্রর শেষকৃত্য হয়েছে হিন্দুমতে। মুখাগ্নি করেছেন সানি দেওল।

