- Home
- Entertainment
- Bollywood
- জেহ-র জন্মদিনে অনুষ্ঠিত হল গ্র্যান্ড পার্টি, বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
জেহ-র জন্মদিনে অনুষ্ঠিত হল গ্র্যান্ড পার্টি, বসেছিল চাঁদের হাট, দেখে নিন কে কে উপস্থিত ছিলেন
ছোট ছেলে জেহ-র জন্মদিনে গ্র্যান্ড পার্টির আয়োজন করলেন সইফ ও করিনা। হাজির ছিলেন একাধিক তারকা। রইল ঝলক।

তিন বছরে পা দিল সইফ আলি খান ও করিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গির আলি খান। নবাব পুত্রের জন্মদিনের পার্টি যে হবে চমকপ্রদ তা সকলেরই আন্দাজ করেছিলেন। হলও খানিক তেমনটা।
সবুজ ব্লেজার ও নীল রঙের জিন্স পকে মাউন্ট মেরি রোডে পার্টিতে হাজির হয়েছিলেন করিনা। মাউন্ট কুর্তা ও সাদা পায়জামা পরে দেখা গেল সইফকে।
উপস্থিত হয়েছিলেন রণধীর কাপুর। সাদা শার্ট ও নীল ট্রাউজারে দেখা যায় তাঁকে। লাঠি হাতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা।
রণবীর কাপুরকে দেখা গেল মেয়ে রাহাকে নিয়ে। রণবীর কাপুর পরেছিলেন নীল শার্ট ট্রাউজারে। মেয়ে রাহাও পরেছিলেন নীল রঙের ফ্রক।
ঋদ্ধিমা কাপুর সাহানির মেয়েও উপস্থিত ছিল এই পার্টিতে। মামা রণবীর কাপুরের সঙ্গে পোজ দেন এই স্টার কিড।
নেহা ধুপিয়া হাজির হয়েছিলেন বাচ্চাকে নিয়ে। নেহার পরনে ছিল প্রিন্টেড ড্রেস। তেমনই উপস্থিত ছিলেন সোনমও। ছেলে বায়ুকে কোলে নিয়ে হাজির ছিলেন সোনম কাপুর।
জন্মদিনের দিন নীল রঙের ভেস্ট, সাদা শার্ট ও কালো জিন্স পরে দেখা মিলল বার্থ ডে বয় জেহ-র। বেশ দারুণ একটা হেয়ার কাটে দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে পার্টি ছিল জমজমাট।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।