Aditya Gadhvi: কেমন ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ? জানালেন 'গোতিলো'-র গায়ক আদিত্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন ছিল তাঁর প্রথম দেখা হওয়ার মুহূর্ত? সেই অভিজ্ঞতাই সংবাদমাধ্যমের কাছে ভাগ করে নিলেন শিল্পী স্বয়ং।

Share this Video

২০১৪ সালের আগে যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮-১৯ বছর, তখন নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই সময় থেকেই বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশ নিতেন বিখ্যাত 'গোতিলো' গানের গায়ক আদিত্য গাধভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেমন ছিল তাঁর প্রথম দেখা হওয়ার মুহূর্ত? সেই অভিজ্ঞতাই সংবাদমাধ্যমের কাছে ভাগ করে নিলেন শিল্পী স্বয়ং। মোদীজির পা ছুঁয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গেই আদিত্যর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন নমো। তারপর তরুণ গায়কের সঙ্গে হাসিঠাট্টাতেও মজে যান তিনি। নরেন্দ্র মোদীর কাজ এবং ভারতের উন্নয়ন নিয়েও তাঁর সঙ্গে কথা বলেছেন আদিত্য গাধভি।

Related Video