- Home
- Entertainment
- Bollywood
- Bollywood News: ৩০ বছরের কেরিয়ারে আটকে ৩৩টি ছবি! এখনও মুক্তির অপেক্ষায় সুনীল শেঠীর এই সিনেমাগুলি
Bollywood News: ৩০ বছরের কেরিয়ারে আটকে ৩৩টি ছবি! এখনও মুক্তির অপেক্ষায় সুনীল শেঠীর এই সিনেমাগুলি
Suniel Shetty: সুনীল শেঠী বর্তমানে তাঁর 'কেসরি বীর' ছবি নিয়ে আলোচনায়। ছবিটি ২৩ মে মুক্তি পাবে। আপনাদের জানিয়ে রাখি, সুনীল শেঠী বলিউডের একমাত্র অভিনেতা যার ৩৩টি ছবি এখনও মুক্তি পায়নি।

সুনীলের সেরা সিনেমা
বলিউডে অনেক তারকার ছবি তৈরি হলেও মুক্তি পায়নি। কিন্তু সুনীল শেঠীর ৩৩টি ছবি এখনও মুক্তি পায়নি। জীবনে ১০০-রও বেশি সিনেমায় অভিনয় করলেও আরও মুক্তি পাইনি সুনীলের বহু সিনেমা।
সুনীল শেঠীর বলিউডে ৩০ বছর
সুনীল শেঠী অনেক হিট ছবিতে অভিনয় করেছেন। তিনি হিট অভিনেত্রীদের পাশাপাশি অক্ষয় কুমার, সানি দেওল, অজয় দেবগনের মতো অনেক নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। বলিউডে প্রায় ৩০ বছর ধরে রাজত্ব করছেন এই অভিনেতা।
সুনীলের কেরিয়ার কথা
সুনীল শেঠীর ৩৩টি ছবি এখনও মুক্তি পায়নি, যার মধ্যে বেশিরভাগের শুটিং সম্পন্ন হয়েছে। যদিও তাঁর ঝুলিতে রয়েছে- অ্যাকশন: বলবান (১৯৯২), মোহরা (১৯৯৪), বর্ডার (১৯৯৭), কালা সাম্রাজ্য (১৯৯৯), কেএল (২০০৩), দশ (২০০৫), শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা (২০০৭), রেড অ্যালার্ট: দ্য ওয়ার উইদিন (২০১০) কমেডি: হেরা ফেরি (২০০০), আওয়ারা পাগল দিওয়ানা (২০০২), ফির হেরা ফেরি (২০০৬), দে দানা দান (২০০৯), ওয়ান টু থ্রি (২০০৮) খলনায়ক: ধড়কন (২০০০) (এই চরিত্রে তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন), ম্যায় হুঁ না (২০০৪)। এতগুলি সিনেমা।
কোন কোন ছবি মুক্তি পাইনি
বলিউড সূত্রে খবর, বি-টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠীর 'এক ঔর ফৌলাদ', 'দো কদম আগে' (দিব্যা ভারতীর সঙ্গে), 'জাহিল', 'গেহরা' ইত্যাদি ছবি এখনও মুক্তি পায়নি। এগুলো আদেও মুক্তি পাবে কিনা সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।
'কৌরব'
সুনীল শেঠীর 'কৌরব', 'কর্মবীর', 'ক্যাপ্টেন অর্জুন', 'কালা পানি' ইত্যাদি ছবিও মুক্তি পায়নি। কেন এই ছবিগুলি এখনও মুক্তি পাইনি তা হলফ করে বলা সম্ভব নয়। যদিও প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রযোজক সুনীল শেঠী
সুনীল শেঠী অভিনেতা ছাড়াও প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। সুনীল শেঠী পপকর্ন এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থাও পরিচালনা করেন।
সুনীল শেঠীর প্রথম সিনেমা
১৯৯২ সালে 'বলবান' ছবির মাধ্যমে সুনীল শেঠীর বলিউডে অভিষেক হয়। তবে ব্যক্তিগত জীবনে তিনি ১৯৯১ সালে মানা শেঠীকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে - আথিয়া শেঠী (অভিনেত্রী) এবং আহান শেঠী (অভিনেতা)। সম্প্রতি, কন্যা আথিয়া শেঠীর স্বাভাবিক প্রসব নিয়ে মন্তব্য করার জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

