- Home
- India News
- Sophia Qureshi: 'অপারেশ সিঁদুর'এর পর থেকেই একনামে তাঁকে চেনে সারাদেশ, জানেন সোফিয়া কুরেশী বছরে কতটাকা বেতন পান?
Sophia Qureshi: 'অপারেশ সিঁদুর'এর পর থেকেই একনামে তাঁকে চেনে সারাদেশ, জানেন সোফিয়া কুরেশী বছরে কতটাকা বেতন পান?
Sophia Qureshi News: অপারেশন সিন্দুরের প্রেস কনফারেন্সের পর থেকেই লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশী সংবাদ শিরোণামে। এই সাহসী নারী অফিসার সম্পর্কে জানতে আগ্রহী সকলে। জেনে নিন সোফিয়া কুরেশীর জীবনের অজানা কাহিনী।

লে. কর্নেল সোফিয়া কুরেশীর বেতন
পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের বিমান হামলার পর, 'অপারেশন সিন্দুর'-এ লে. কর্নেল সোফিয়া কুরেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন। কে এই সোফিয়া কুরেশী এবং তাঁর বেতন কত?
কে এই লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশী?
সোফিয়া কুরেশী গুজরাটের বরোদার বাসিন্দা এবং ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তিনি জীবরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গত ৭ থেকে ১০ মে-র মধ্যে ভারতের সশস্ত্রবাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর (Pakistani Army) অন্তত ৩৫ থেকে ৪০ জন সদস্যের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনার (Indian Army) পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে এমনই জানানো হয়েছে। সেই বৈঠকে সমস্ত বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করেন এই সোফিয়া কুরেশী।
লে. কর্নেল সোফিয়া কুরেশীর পরিবার
লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশীর সেনাবাহিনীর সাঙ্গে সম্পর্ক ছোটবেলা থেকেই। তাঁর দাদা এবং বাবা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন। স্বামীও কেনাইজড ইনফ্যান্ট্রিতে অফিসার।
লে. কর্নেল সোফিয়া কুরেশীর ক্যারিয়ার
১৯৯৯ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA) থেকে প্রশিক্ষণ নিয়ে সোফিয়া লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান। উত্তর-পূর্বে বন্যা ত্রাণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
লে. কর্নেল সোফিয়া কুরেশীর বেতন কত?
সোফিয়া কুরেশীর সঠিক বেতন প্রকাশ্যে জানা যায় না। তবে, ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের মাসিক বেতন ₹১ লক্ষ থেকে ₹২ লক্ষ-এর মধ্যে। এতে বেসিক বেতন, সামরিক সেবা বেতন (MSP), মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) অন্তর্ভুক্ত।
বিশেষ অভিযানে অতিরিক্ত সুবিধা
অপারেশন সিন্দুরের মতো ঝুঁকিপূর্ণ অভিযানে অংশগ্রহণকারী অফিসাররা বিশেষ অপারেশন ভাতা পেতে পারেন। উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে তৈনাৎ অফিসারদের বেতন আরও বেশি। সরকার ও সেনাবাহিনীর নির্দেশিকা অনুযায়ী এই সুবিধা প্রদান করা হয়।

