- Home
- Entertainment
- Bollywood
- প্রায় ৩৬ বছর স্বামীর থেকে আলাদা, নাম জড়িয়েছে কুমার শানু-উদিতের সঙ্গে, জন্মদিনে রইল অলকার প্রেম জীবনের কথা
প্রায় ৩৬ বছর স্বামীর থেকে আলাদা, নাম জড়িয়েছে কুমার শানু-উদিতের সঙ্গে, জন্মদিনে রইল অলকার প্রেম জীবনের কথা
সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক ৫৯ বছরে পা দিলেন। ১৬টি ভাষায় ২০০০-এর বেশি গান গাওয়া এই শিল্পীর ব্যক্তিগত জীবন, বিশেষত তাঁর বৈবাহিক জীবন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

৫৯-এ পা দিলেন অলকা ইয়াগনিক। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র তিনি।
১৬টি ভাষায় ২০০০-রও বেশি গান গেয়েছেন গায়িকা। কলকাতাতেই গুজরাতি পরিবারে জন্ম অলকার। তারপর ১০ বছর বয়সে মুম্বই চলে যান।
৩৬ বছর স্বামীর থেকে আলাদা থাকেন গায়িকা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময় নানান কথা শোনা গিয়েছে। নাম জড়িয়েছে কুমার শান-উদিতের সঙ্গে।
অলকার প্রেমকাহিনি অসাধারণ। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা।
অথচ ৩৬ বছর হল তিনি স্বামীর থেকে আলাদা থাকেন। ১৯৮০ সালে প্রথম প্লে ব্যাক করেন অলকা। পায়েন কি ঝঙ্কার গান গেয়েছিলেন।
প্রথম গানই ব্যাপক হিট করেছিল। আর পিছন ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। আশা ভোঁসলেকে টক্কর দেন গায়িকা। তারপর কাজের তাগিদে তাঁকে মুম্বই এসে থাকতে হয়।
কুমান শানু ও উদিত নারায়নের সঙ্গে গান বহু গেয়েছেন অলকা। তাঁর সঙ্গে সম্পর্কের কথাও বারে বারে খবরে এসেছে।
তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি অন্য কোনও পুরুষের প্রতি আকর্ষিত হইনি তা নয়। তবে আমার শিক্ষা এবং নীতি অন্য ধরনের। আমি শ্রোতে ভেসে যাইনি। বরং বারবর ভেবেছিল আমি নীরজকে ভালবাসি। এই ভালাবাসা আর বিশ্বাসের জোরেই চলছে আমাদের সম্পর্ক।’
জানা যায় মাঝে পাঁচ বছর সেপারেটেড ছিলেন। যদিও পরে একসঙ্গে কথা বলে সব মিটিয়ে নেন।
জানা যায়, মুম্বই এলে তাঁর স্বামী অলকার সঙ্গেই থাকেন।

