- Home
- Entertainment
- Bollywood
- রেড হট ব্লাউজে স্পষ্ট স্তনের একাংশ, টিসিরিজের আইটেম গানে হিপ-হপ নাচে পুরুষদের ঘাম ঝরালেন বঙ্গ ললনা মৌনি
রেড হট ব্লাউজে স্পষ্ট স্তনের একাংশ, টিসিরিজের আইটেম গানে হিপ-হপ নাচে পুরুষদের ঘাম ঝরালেন বঙ্গ ললনা মৌনি
- FB
- TW
- Linkdin
মৌনি রয়
বাংলার মেয়েরা বলিউডে তাদের কলা কৌশল দিয়ে যে দর্শকদের কাবু করেছে, একথা নতুন নয়। একাল হোক কি সেকাল, সবসময়ই বাঙালি মেয়েদের চাহিদা কিন্তু তুঙ্গে। সেকালে শর্মিলা ঠাকুর, জয়া বচ্চন থেকে শুরু করে একালের রানী মুখার্জি,বিপাশা বসু আরও অনেকেই।
মৌনি রয়
এবার তাদেরকেই অনুসরণ করে বলিউডের পর্দায় পা রাখেন আমাদের কোচবিহারের মেয়ে মৌনি রয়। প্রথমে টেলিভিশনের পর্দায় অভিনয় করলেও বর্তমানে তিনি বলিউডের অন্যতম ডান্সিং আইকন হিসেবে পরিচিত।
মৌনি রয়
জনপ্রিয় ধারাবাহিক নাগিন'এ অভিনয় করেই মূলত নিজের পরিচিত গড়ে তোলেন অভিনেত্রী। এরপর নানা রিয়েলিটি শো থেকে শুরু করে ব্লকব্লাস্টার সিনেমার আইটেম গানে নাচ করে এক বিরাট ফ্যানবেস তৈরি করেছেন মৌনি।
মৌনি রয়
'দিল গালতি কর বেইঠা হ্যায়','গালি গালি','পাতলি কামারিয়া'র মতো দুর্দান্ত গানে মন মাতানো নাচ করেছেন তিনি। জনপ্রিয় সিনেমা কেজিএফের আইটেম গানেও ছিল মৌনি রয়ের নৃত্যকৌশলী।
মৌনি রয়
আর এবারে টিসিরিজের অ্যালবাম গানে আবারও আপনাদের ঘুম ওড়াতে হাজির হয়েছেন মৌনি। টিসিরিজ প্রযোজিত 'ফাকিরান' গানে সেক্সি লুক প্রদান করলেন অভিনেত্রী।
মৌনি রয়
নতুন গানের কিলার লুকে শরীরী প্রতিবেদনে মৌনি করলেন দুর্দান্ত সব ডান্স স্টেপ। স্লিভলেস ব্লাউজে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা আর সাথে পা চেড়া লং স্কার্ট।
মৌনি রয়
টোনড ফিগার সহ উঁচু উরুতে বেলি ডান্স আবার কখনো হিপ-হপ করছেন মৌনি। উক্ত নাচে কোরিওগ্রাফি করেছেন পিযূস এবং সাজিয়া।
মৌনি রয়
টিসিরিজ প্রযোজিত 'ফাকিরান' গানটির পরিচালনায় ছিলেন অরবিন্দর খারিয়া, গানের সুর ও লিরিক্সের দায়িত্বে তনিস্ক বাগচী, এছাড়াও গানটি গেয়েছেন জারা এস খান এবং প্রোডাকশন হাউজ মেট্রো টকিজ।
আরও পড়ুন
বরের সঙ্গে চরম অন্তরঙ্গতায় মত্ত মৌনি, তুরস্কে কাটানো ঘনিষ্ঠ ছবি নিয়ে উত্তাল নেটদুনিয়া
ব্রালেটে উথলে উঠছে বক্ষ-বিভাজিকা,নীল জলে শরীর ভিজিয়ে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন মৌনি